জিনোর সঙ্গে আ্যলেক্স। ছবি: সংগৃহীত।
কুকুর এমন এক প্রাণী, যে খুব সহজেই পোষ মানে। সাধারণত, একটি কুকুরের গড় আয়ু দশ থেকে তেরো বছরের মধ্যে হয়। তবে ব্যাতিক্রমও রয়েছে। যেমন জিনো। চলতি মাসের ১৫ তারিখে তার বয়স বাইশ বছর, বাহান্ন দিন। শুধু তাই নয়, গিনেস রেকর্ড অনুযায়ী জিনোই এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বয়স্ক কুকুর।
জিনোর পুরো নাম, জিনো উলফ। বাড়ি ক্যালিফোর্নিয়াতে। তার পালক আ্যলেক্স উলফ জানিয়েছেন, জিনোর দীর্ঘায়ুর পিছনে নিয়মিত স্বাস্থ্যকর খাবার, চিকিৎসকের পরামর্শ আর যত্ন রয়েছে। দীর্ঘ দিন বেঁচে থাকার জন্য জিনোর আগ্রহকেও কৃতিত্ব দিয়েছেন তিনি।
অ্যালেক্স জানিয়েছেন, জিনো ২৪ সেপ্টেম্বর, ২০০০ সালে জন্মেছে। এর দু’বছর পর তাঁরা তাকে একটি সংস্থার কাছ থেকে দত্তক নেন। সেই দিন থেকেই তাঁরা জিনোকে অনেক যত্নে রাখেন। তাঁর দাবি, জিনো যখন ছোট ছিল, তখন বাকি কুকুরদের সঙ্গে সমুদ্রের ধারে খেলত। বাড়ির পিছনে ছুটে বেড়াত। এখন বার্ধক্যের কারণে বেশি ঘুম এবং উষ্ণতা পছন্দ করে। চোখের দৃষ্টি আগের চেয়ে খানিক কমেছে।
আ্যলেক্স জানিয়েছেন, জিনোর নাম গিনেস বুকে ওঠায় তিনি খুশি। সে কারণেই তিনি জিনোকে নিয়ে গাড়িতে লম্বা সফর করেছেন।