জাতীয় সড়কের উপর ট্রাকে আগুন। —নিজস্ব চিত্র।
রাস্তার মাঝেই আগুন ধরে গেল মালবাহী ট্রাকে! রবিবার রাতে খড়্গপুর থানার অন্তর্গত চাঙ্গুয়াল এলাকায় জাতীয় সড়কের উপর ঘটনাটি ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে চাঙ্গুয়ালের কাছে জাতীয় সড়কের উপরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন লেগে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় খড়্গপুর থানার পুলিশ। পৌঁছয় দমকলের একটি ইঞ্জিনও। বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ওই ট্রাকটি বেলদা থেকে খড়্গপুরের দিকে আসছিল। প্রাথমিক ভাবে পুলিশ ও দমকলের অনুমান, শর্টসার্কিট জনিত কারণে গাড়িতে আগুন লেগে থাকতে পারে। আগুন লাগার সময়ে গাড়িটি চাঙ্গুয়াল এলাকায় দাঁড়িয়ে ছিল। স্থানীয়েরা জানাচ্ছেন, জাতীয় সড়কের ওই এলাকা দিয়ে বহু যানবাহন চলাচল করে। কখনও কখনও একাধিক গাড়ি দাঁড়িয়েও থাকে। তাই ওই এলাকায় একটি ট্রাকে আগুন লেগে যাওয়ায় অন্যান্য গাড়িচালকদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। ট্রাকে আগুন লেগে যাওয়ার পর একাধিক গাড়িকে দুর্ঘটনাস্থলের সঙ্গে বেশ কিছুটা দূরত্ব রেখে যাতায়াত করতে দেখা গিয়েছে। তবে ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা এখনও জানা যায়নি। গাড়ির চালকেরও খোঁজ চলছে। পাশাপাশি, কী ভাবে ওই ট্রাকে আগুন লাগল, খতিয়ে দেখা হচ্ছে তা-ও।