Guinness Book of World Record

৪৫,৭৩৬ উলের গোলা দিয়ে বানানো চেন! নাম উঠল গিনেস বুকে

লম্বা ওই চেনটি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বানিয়েছে। তাদের সাহায্য করেছেন উল বুননকারীরা। ওই চেনটি রানি দ্বিতীয় ভিক্টোরিয়ার ৭৫তম জন্মবার্ষিকীতে তাঁকে সম্মান জানানোর জন্যই তৈরি করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নিউ ইয়র্ক শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১৯:৪৮
Share:

উলের গোলা দিয়ে তৈরি সবচেয়ে লম্বা চেন বানিয়ে বিশ্বরেকর্ড করে ফেলল আমেরিকার একটি সংস্থা। ছবি: সংগৃহীত।

উলের সঙ্গে শীতের গভীর সম্পর্ক। শীতকাল মানেই উলের পোশাক। ছোটবেলায় অনেকেই বাড়িতে দেখেছি উলের গোলা। মা-কাকিমারা গোলার উল দিয়ে সোয়েটার বুনতেন। এ বার সেই গোলা দিয়ে তৈরি সবচেয়ে লম্বা চেন বিশ্বরেকর্ড করে ফেলল আমেরিকার একটি সংস্থা। প্রায় ৪৫ হাজার ৭৩৬ উলের গোলা দিয়ে টানা একটা চেন বানানো হয়েছে। চলতি বছরের ২ জুন ওই চেনটি বানানো হয়। সোমবার গিনেস বুকে নাম তুলে নিয়েছে ওই চেনটি।

Advertisement

লম্বা ওই চেনটি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বানিয়েছে। তাদের সাহায্য করেছেন উল বুননকারীরা। ওই চেনটি রানি দ্বিতীয় ভিক্টোরিয়ার ৭৫তম জন্মবার্ষিকীতে তাঁকে সম্মান জানানোর জন্যই তৈরি করা হয়েছে। উলের এই চেনটি একটা মাঠে রাখা হয়।

গিনেস রেকর্ডে এর আগে ২৩ হাজার উলের গোলার চেন স্বীকৃতি পেয়েছিল। ২০১৬ সালে সেই রেকর্ড হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement