গ্রাফিক: শৌভিক দেবনাথ।
রাজধানী কাবুল দখলের পর আফগানিস্তানে তালিবান পরিস্থিতি। তৃণমূলের খেলা হবে দিবস পালন। প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালন বিজেপি-র। চালু হচ্ছে দুয়ারে সরকার শিবির। কলকাতা হাই কোর্টে নারদ মামলার শুনানি। আজ, সোমবার রয়েছে নজর থাকবে এমনই সব গুরুত্বপূর্ণ খবরের দিকে।
আফগানিস্তানের একের পর এক বড় শহর দখলের পর রবিবার রাজধানী কাবুল কব্জা করেছে তালিবান। প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়ে আশরফ গনি তাজিকিস্তানে। ক্ষমতায় আসছেন তালিবান নেতা বরাদর গনি। তালিবানের হাতেই এখন আফগানিস্তান। দেশের বিভিন্ন প্রান্তে উড়ছে ক্ষমতার নতুন পতাকা। তবে এ নিয়ে প্রায় চুপ গোটা বিশ্ব। দোলাচলে ভারত। ফলে আজও নজর থাকবে সেখানকার পরিস্থিতির দিকে।
আজ তৃণমূলের 'খেলা হবে দিবস'। আগেই এই কর্মসূচি কথা সরকারি ভাবে ঘোষণা করেছে তারা। তবে তারও আগে বিধানসভা ভোটে 'খেলা হবে' স্লোগান তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে অবশ্য বিপুল সাড়া পায় তৃণমূল। ক্ষমতায় এসে এ বার দেশ জুড়ে 'খেলা দিবস' পালনের কথা জানায় তারা। ফলে এ রাজ্য তো বটেই উত্তরপ্রদেশ, দিল্লি, ত্রিপুরা, অসম-সহ বেশ কয়েকটি রাজ্যে এই কর্মসূচি পালনের কথা তারা জানিয়েছে। ত্রিপুরায় খেলা হবে দিবস পালনের জন্য আগে থেকেই ঘাসফুল শিবিরের আধ ডজন নেতা-মন্ত্রী সেখানে রয়েছেন। এর আগে তাদের একাধিক কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয়। ফলে বিজেপি শাসিত ওই রাজ্যে আজকের কর্মসূচিকে ঘিরে কী পরিস্থিতির তা-ও লক্ষ করার বিষয়। অন্য দিকে, এই কর্মসূচির অঙ্গ হিসেবে আগেই বিভিন্ন ক্লাবকে ফুটবল প্রদান করা হয়েছে। আজ ওই সব ক্লাবে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে তৃণমূল। আবার বিজেপি এই কর্মসূচির পরিপন্থী। এর পাল্টা হিসেবে তারাও 'প্রত্যক্ষ সংগ্রাম দিবস'-এর পালনের ডাক দিয়েছে। জেলা জুড়ে ওই কর্মসূচি পালন করবে গেরুয়া শিবির। ফলে নজর থাকবে সে দিকেও।
বিধানসভা ভোটের আগে 'দুয়ারে সরকার' শিবির চালু করেছিল রাজ্য সরকার। ওই শিবিরের সুবিধা ভোটের বাক্সে তুলেছিল রাজ্যের শাসকদল। ক্ষমতায় ফিরলে ফের ওই প্রকল্প চালুর কথা জানিয়েছিলেন মমতা। আবার ক্ষমতায় ফিরেছে তৃণমূল। ফলে এ বার প্রতিশ্রুতি রক্ষা করার পালা মুখ্যমন্ত্রীর। সেই মতো আজ থেকে শুরু হচ্ছে ওই প্রকল্পের শিবির। এর আগে দুয়ারে সরকার শিবিরে স্বাস্থ্যসাথী প্রকল্পের চাহিদা ছিল তুমুল। এ বার এই শিবিরে নতুন প্রকল্প হিসেবে যোগ হচ্ছে 'লক্ষীর ভাণ্ডার'। আজ থেকেই শুরু হবে ওই প্রকল্পে নাম নথিভুক্তির কাজ। নবান্ন সূত্রে খবর, এই শিবির চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ফলে নজর রাখা হবে এ সংক্রান্ত খবরের দিকে।
আজ নজর থাকবে আদালতের দিকেও। হাই কোর্টে রয়েছে নারদ মামলার শুনানির। আর দু'দিন পুলিশি হেফাজতের পর ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে সজল ঘোষকে। এ ছাড়া আজ নজরে থাকবে ভারত ও ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের দিকেও।