মৃত লীলা দত্ত মাহাতো (ইনসেটে)। নিজস্ব চিত্র
পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যুতে ফের উলুবেড়িয়ার নিমদিঘি মোড়ে মুম্বই রোডের উপর উড়ালপুলের দাবি জোরালো হল। এ ব্যাপারে আশ্বাস দিয়েছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
শনিবার সকালে এক আত্মীয়ের পারলৌকিক কাজে যোগ দিতে স্ত্রীকে নিয়ে মোটরবাইকে ওই মোড় দিয়ে যাচ্ছিলেন বাউড়িয়া কাজিরচরা বাসিন্দা বিকাশ মাহাতো। একটি ডাম্পার বাইকটির পিছনে ধাক্কা মারে। দম্পতি ছিটকে পড়েন। বিকাশের স্ত্রী লীলা দত্ত মাহাতোকে (৪৫) ডাম্পারটি পিষে দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার জেরে ওই সড়কে কিছুক্ষণ যানজট হয়। পরে পুলিশ মৃতদেহ তুলে ময়না তদন্তে পাঠালে যান চালাচল স্বাভাবিক হয়। এর পরেই সেখানে উড়ালপুলের দাবি তোলেন বাসিন্দারা। ডাম্পার ও চালককে আটক করেছে পুলিশ।
মুম্বই রোডের নিমদিঘি মোড় থেকে একটি রাস্তা চলে গিয়েছে উলুবেড়িয়া স্টেশনের দিকে। উল্টো দিকের রাস্তাটি গিয়েছে গ্রামে। প্রতিদিন কয়েক হাজার মানুষ ওই মোড় পারাপার করেন। দুর্ঘটনাপ্রবণ মোড়ে যাতায়াত নিরাপদ করতেই উড়ালপুলের দাবি তুলেছেন স্থানীয়েরা।
হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা বলেন, ‘‘ওখানে উড়ালপুল খুবই প্রয়োজন। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে একাধিকবার বলা হয়েছে।’’ জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে এক কর্তা বলেন, ‘‘নিমদিঘিতে দুর্ঘটনার খবর শুনেছি। উড়ালপুলের পরিকল্পনা রয়েছে। শীঘ্রই কাজ
শুরু হবে।’’
মৃত লীলার স্বামী বিকাশ পেশায় গ্রামীণ চিকিৎসক। তিনি ডাম্পারের ধাক্কায় রাস্তার বাঁ দিকে ছিটকে পড়েছিলেন। স্ত্রী ডান দিকে। তাঁকে জখম অবস্থায় স্থানীয়েরা উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি বলেন, ‘‘নিমদিঘিতে সিগন্যাল দেখে বাইকের গতি কমিয়েছিলাম। সেই সময় দ্রুত গতিতে আসা ডাম্পারটি ধাক্কা মারে। হাসপাতালে জানতে পারি, স্ত্রী
আর নেই।’’