Weather

এখনই যাচ্ছে না শীত! ৪৮ ঘণ্টায় রাজ্যে আরও কমতে পারে তাপমাত্রা, পূর্বাভাস হাওয়া অফিসের

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে তাপমাত্রা কমতে পারে। আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৩৮
Share:

আগামী ২ দিনে রাজ্যে আরও কমতে পারে তাপমাত্রা। ফাইল চিত্র।

বিদায়বেলায় কি আবার ঝোড়ো ইনিংস খেলবে শীত? জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই হাড়হিম ঠান্ডা গায়েব হয়ে গিয়েছে। ফেব্রুয়ারির শুরু মানেই কলকাতা-সহ বাংলায় শীতের বিদায়ঘণ্টা বাজার সময়। কিন্তু শেষলগ্নে শীতের আমেজ টের পাচ্ছেন রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টায় আরও কিছুটা পারদ পতনের সম্ভাবনা রয়েছে।

Advertisement

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছে পৌঁছে গিয়েছিল। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের মধ্যেই কলকাতায় এক ধাক্কায় পারদ নেমেছে ৩ ডিগ্রি। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২ দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, ৬ ফেব্রুয়ারি থেকে আবার সামান্য বাড়বে তাপমাত্রা। এর পর ৯ ফেব্রুয়ারি থেকে আবার সামান্য পারদ পতন হতে পারে। অর্থাৎ, আগামী কয়েক দিনে তাপমাত্রার এমন ওঠানামা চলতে থাকবে।

Advertisement

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৪৮ ঘণ্টায় ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। ভোরের দিকে কুয়াশা হতে পারে কোথাও কোথাও। আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement