Rain Forecast

রাজ্যের দুই জেলায় নামতে পারে বৃষ্টি, পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর

ফেব্রুয়ারি মাসের শেষ থেকেই গরমের দাপট শুরু। বাড়ছে দিনের তাপমাত্রা। আগামী কয়েক দিন কলকাতা-সহ রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:০৫
Share:

আপাতত রাজ্যের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। প্রতীকী ছবি।

শীত বিদায় নিতেই একেবারে গলদঘর্ম অবস্থা! সকাল থেকেই রোদের দাপট। বেলা গড়ালে গরমে হিমশিম অবস্থা। গত ক’দিনের মতো শুক্রবারও কলকাতার ছবিটা ঠিক এ রকমই। ফেব্রুয়ারির শেষে কলকাতা-সহ রাজ্যে গরমের দাপটের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

রাজ্যের দুই জেলা, দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। অন্য কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। ক’দিন আগে রাজ্যের কয়েকটি জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছিল। মুখভার ছিল আকাশের। তবে তা নেহাতই নামমাত্র ছিল।

আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ৫ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি বেশি থাকবে।

Advertisement

শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৩৬ শতাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement