Jagdeep Dhankhar

Jagdeep Dhankhar: যা লেখা আছে তা সত্য নয়, এ বার বাজেট বক্তৃতার খসড়া নিয়ে রাজ্যকে নিশানা ধনখড়ের

গত বছর বাজেট অধিবেশনে তাঁর বক্তৃতা সরাসরি সংবাদমাধ্যমে সম্প্রচার না হওয়ার ক্ষোভ জানিয়েছিলেন রাজ্যপাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ জুন ২০২১ ২১:৫৩
Share:

রাজ্যপাল জগদীপ ধনখড়। ফাইল চিত্র।

বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের বক্তৃতার খসড়া নিয়ে এ বার নতুন মাত্রা নিল নবান্ন-রাজভবন সঙ্ঘাত। সাংবিধানিক বিধি মেনে সরকারের তৈরি করে দেওয়া ভাষণের খসড়া আগামী ২ জুলাই বিধানসভায় পড়ার বিষয়ে সোমবার প্রকাশ্যে অনীহা জানিয়েছেন রাজ্যপাল। কারণ, তাঁর অভিযোগ রাজ্য মন্ত্রিসভার অনুমোদিত ভাষণের খসড়ায় যা লেখা রয়েছে, তা সত্য নয়।

Advertisement

রাজ্যপাল সোমবার বলেন, ‘‘উত্তরবঙ্গ থেকে ফিরেই ২ জুলাই বিধানসভায় ভাষণের খসড়া পাই। খসড়া পড়ে দেখি, যা লেখা আছে তা বাস্তব নয়। ভাষণের খসড়া নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছি। যা নিয়ে আমরা আশঙ্কা, তা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করব। এটাই রাজ্যপালের কাজ। চিঠি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার কাছে মুখ্যমন্ত্রীর ফোন আসে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য মন্ত্রিসভা খসড়া অনুমোদন করেছে।’’

গত সপ্তাহে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণের খসড়া চূড়ান্ত হয়েছিল। রাজভবন সূত্রের খবর, সোমবারই রাজ্য সরকারের তরফে খসড়াটি রাজভবনে পাঠানো হয়। আর তার পরেই প্রতিক্রিয়া জানান তিনি। প্রসঙ্গত, গত বছর বাজেট অধিবেশনে তাঁর বক্তৃতা সরাসরি সংবাদমাধ্যমে সম্প্রচার না হওয়ার ক্ষোভ জানিয়েছিলেন রাজ্যপাল।

Advertisement

রাজ্যপালের এই মন্তব্যে বিষয়টি রাজনৈতিক মাত্রা পেতে চলেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা।পরিষদীয় বিধি অনুযায়ী, রাজ্যপাল সরকারের তৈরি করা বক্তৃতা পড়তে ‘বাধ্য’ থাকলেও পড়ার সময় নিজের কোনও বক্তব্য বা পর্যবেক্ষণ তাতে জুড়ে দিতে পারেন। এ ক্ষেত্রেও তেমন কিছু হওয়ার সম্ভাবনা দেখছেন অনেকেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement