Drinking water supply

১৮ জানুয়ারি দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ

পরের সপ্তাহে শনিবার, অর্থাৎ ১৮ জানুয়ারি দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে পানীয় জলের সরবরাহ। শুক্রবার এ কথা জানিয়ে দিল কলকাতা পুরসভা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ২০:৫৪
Share:

কলকাতা পুরসভার বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে পানীয় জলের সরবরাহ। —ফাইল চিত্র।

পরের সপ্তাহে শনিবার, অর্থাৎ ১৮ জানুয়ারি দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে পানীয় জলের সরবরাহ। শুক্রবার এ কথা জানিয়ে দিল কলকাতা পুরসভা।

Advertisement

শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম জানান, ১৮ জানুয়ারি শনিবার সকাল থেকে ১৯ তারিখ রবিবার সকাল ৬টা পর্যন্ত গার্ডেনরিচ এলাকায় পানীয় জলের পরিষেবা বন্ধ থাকবে। অর্থাৎ, শনিবার দুপুর এব‌ং বিকেলে যে জল আসে, তা পাওয়া যাবে না। রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুরসভা। পানীয় জলের সরবরাহ বন্ধ থাকবে কালীঘাট, রানিকুঠি, কসবা, চেতলা, বেহালা, সিড়িটি, দাসপাড়া এবং মেটিয়াবুরুজ এলাকায়।

গত বছর ডিসেম্বর মাসে ২৪ ঘণ্টার জন্য বন্ধ ছিল টালা পাম্পিং স্টেশন। যার ফলে শহরের বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement