Calcutta High Court

কলকাতা হাইকোর্টের রায়ে ১০২ জন শিক্ষকের চাকরি বাতিল করল মধ্য শিক্ষা পর্ষদ

মঙ্গলবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কলকাতা হাইকোর্ট গত বছর ১৪ ডিসেম্বর ঘোষণা করেছিল পর্ষদ ১০২ জন শিক্ষককে চাকরি থেকে সরিয়ে দিচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৩ ২২:৪৪
Share:

গত বুধবার বাকি ৩ জনের মধ্যে ২ জন শিক্ষককের চাকরিতে বহাল রাখার নির্দেশ দেয় হাইকোর্ট। প্রতীকী ছবি।

কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গেল আরও ১০২ জন শিক্ষকের। মঙ্গলবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট গত বছর ১৪ ডিসেম্বর যে রায় দিয়েছিল তার ভিত্তিতে পর্ষদ ১০২ জন শিক্ষকের চাকরি বাতিল করা হল। পর্ষদের তরফে বিজ্ঞপ্তিটি জারি করেছেন সেক্রেটারি সুব্রত ঘোষ। কলকাতা হাইকোর্টের কোন নির্দেশের ভিত্তিতে এই শিক্ষকদের চাকরি থেকে সরানো হচ্ছে তার উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে।

Advertisement

পাশাপাশি কোন কোন শিক্ষককে হাইকোর্টের আদেশে চাকরি থেকে সরানো হয়েছে সেই তালিকা প্রকাশ করেছে পর্ষদ। সেই তালিকাতে শিক্ষকের নাম এবং ওই কোন বিষয়ে স্কুলে পড়াতেন, কবে থেকে তিনি এই স্কুল শিক্ষকতার সঙ্গে যুক্ত হয়েছিলেন। তার সব তথ্য প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগে দুর্নীতি প্রকাশ্যে আসতেই বিভিন্ন নথি প্রমাণ খতিয়ে দেখে প্রাথমিকের ২৬৮ জনের চাকরি বাতিল করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সে ক্ষেত্রে অভিযোগ ছিল, টাকার বিনিময়ে নম্বর বাড়িয়ে তাঁদের চাকরি দেওয়া হয়েছে। এরপরে হাইকোর্টে পাল্টা আবেদন জানিয়েছিলেন ১৪৬ জন।

কিন্তু, তার মধ্যে ১৪৩ জনের আবেদন খারিজ করে দেয় আদালত। গত বুধবার বাকি ৩ জনের মধ্যে ২ জনকে চাকরিতে বহাল রাখার নির্দেশ দেয় হাইকোর্ট। ১ জনের মামলা এখনও চলছে। নথিপত্র খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করবে আদালত। তবে নতুন বিজ্ঞপ্তিতে চাকরি হারালেন আরও ১০২ জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement