কলকাতা হাই কোর্টের বিচারপতি মান্থার বিরুদ্ধে সোমবার থেকেই শুরু হয় আইনজীবীদের একাংশের বিক্ষোভ। —ফাইল চিত্র।
দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক এলাকায় কলকাতা হাই কোর্টের বিচারপতির রাজাশেখর মান্থার পাড়া সোমবার ছয়লাপ হয়ে গিয়েছিল পোস্টারে। বিচারপতির ছবি-সহ সেই পোস্টারে লেখা হয়েছিল, ‘ইনি বিচারের নামে কলঙ্ক’। মঙ্গলবার ওই পোস্টারের নেপথ্য কে বা কারা তা খুঁজে বার করতে তদন্ত শুরু করল লেক থানার পুলিশ। তার আগে অবশ্য তারা বিধি মেনে আদালতের অনুমতিও নিয়েছে।
কলকাতা হাই কোর্টের বিচারপতি মান্থার বিরুদ্ধে সোমবার থেকেই শুরু হয় আইনজীবীদের একাংশের বিক্ষোভ। তাঁর নামে হাই কোর্ট চত্বরেও পোস্টার পড়ে। তারও আগে তাঁকে নিয়ে দু’পক্ষের আইনজীবীদের সংঘর্ষ বাধে আদালত চত্বরেই। মঙ্গলবার বিচারপতি মান্থাকে সরাসরি বয়কটের প্রস্তাব আনেন কলকাতা হাই কোর্টের আইনজীবীদের একাংশ। এর পরেই এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুল জারি করেন বিচারপতি মান্থা। তাঁর বক্তব্য ছিল, আইনজীবীদের একাংশের এই কার্যকলাপে বিচারের কাজ বিঘ্নিত হচ্ছে। কিন্তু বিচারপতির এই পদক্ষেপের পর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো বর্ষীয়ান আইনজীবীরা বলেন, ‘‘শুধু আদালতের কাজ কেন, বিচারপতির নামে যে ভাবে আদালতে এবং তাঁর পাড়ায় পোস্টার পড়েছে, তারও আলাদা মামলা হওয়া উচিত। তদন্ত করে দেখা দরকার, কারা এই কাজ করেছে।’’
মঙ্গলবার কলকাতা হাই কোর্টে বিচারপতি মান্থার এজলাসের অচলবস্থা সংক্রান্ত মামলাটি দায়ের হওয়ার কয়েক ঘণ্টা পরেই লেক থানার পুলিশও মামলা দায়ের করল পোস্টারকাণ্ডে।
আপাতত আদালতের অনুমতি নিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামেই দায়ের হয়েছে মামলা। পোস্টারকাণ্ডের নেপথ্যে কে, তা জানতে তদন্ত শুরু করেছে লেক থানার পুলিশ।