প্রতীকী চিত্র।
১৮ নভেম্বর থেকে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে। তার প্রস্তুতিতে জেলাশাসকদের হাতেকলমে প্রশিক্ষণ হল বুধবার। এদিন জেলাশাসকদের সঙ্গে ভিডিয়ো বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) আরিজ আফতাব-সহ পদস্থ আধিকারিকরা। বৈঠকে প্রশিক্ষণের সঙ্গে ভোটার তালিকা সম্পর্কিত কাজ নিয়ে আলোচনা হয়েছে। এ দিনের বৈঠকে জলপাইগুড়ি বাদে সব জেলাশাসক ছিলেন বলে সূত্রের দাবি। এ দিন প্রথমার্ধে জেলাশাসকদের অল্প সময়ের জন্য প্রশিক্ষণ দেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) আরিজ আফতাব-সহ পদস্থ আধিকারিকরা। ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসনের করণীয়ও জানিয়ে দেন তাঁরা। দ্বিতীয়ার্ধে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও), নির্বাচন প্রযুক্তির সঙ্গে যুক্ত দায়িত্বপ্রাপ্তদের হাতেকলমে প্রশিক্ষণ হয়। ১৮ নভেম্বর রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা।