বিজেপি নেতা অনুপম হাজরা এবং তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। নিজস্ব চিত্র
শনিবার অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোর নাম ঘোষণা করে তৃণমূল। আর তা নিয়ে নেট মাধ্যমে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে খোঁচা দিলেন বিজেপি নেতা অনুপম হাজরা। বাবুলের নাম না করেও তিনি লেখেন, ‘গোয়ার ছেলেটাকে রাজ্যসভায় পাঠাল, অথচ প্লেয়িং ১১-য় খেলতে চাওয়া বাংলার ছেলেটাকে মাঠের বাইরে বসিয়া রাখল।’ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরে বাবুল বলেছিলেন, ‘‘আমি প্লেয়িং ইলেভেনেই থাকতে চাই। খেলার সুযোগ না পেয়ে বিজেপি ছেড়েছি।’’ নাম না লিখলেও অনুপম খোঁচা যে বাবুলকে লক্ষ্য করেই, তা বুঝেছেন আসানসোলের প্রাক্তন সাংসদ। এই প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাবুল আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘‘অনুপম অতি সুবোধ বালক, আসলে বোকা ছেলে। এই ধরনের রাজনৈতিক বুদ্ধি আছে বলেই অনুপম হাজরা অনুপম হয়েছেন।’’
রবিবার দুপুরে অনুপম নিজের ফেসবুক প্রোফাইলে বাবুলকে রাজ্যসভায় না পাঠানো প্রসঙ্গে লেখেন, ‘ভারি অন্যায়। তীব্র প্রতিবাদ জানাই।’ পাল্টা প্রতিক্রিয়ায় বাবুলও কম যাননি। তিনি বলেন, ‘‘অনুপম হাজরার বক্তব্যের প্রতিক্রিয়া দেওয়াটা আমার রুচিতে বাধে। তবু ওকে চিনি বলেই বলব।’’ একই সঙ্গে তিনি যে দু’বার লোকসভা নির্বাচনে জিতেও সাংসদ পদ ছেড়েছেন, সে কথা স্মরণ করিয়ে অনুপমের উদ্দেশে বলেন, ‘‘উনি তো অনুব্রত মণ্ডলকে শ্রদ্ধা করেন। তাই একবার অনুব্রত মণ্ডলের পায়ের কাছে বসে রাজনীতির পাঠটা নিয়ে নিন। কারণ, দু’বার লোকসভা নির্বাচনে বিপুল ভোটে যে জিতেছে, সে সাংসদ পদ ছাড়ার পরে রাজ্যসভায় কেন যাবে? এটা বোঝার মতো বুদ্ধি তো ওঁর থাকা উচিত। কিন্তু সেটা নেই বলেই উনি অনুপম হাজরা।’’