Crime Against Woman

যুবতীর শ্লীলতাহানি এবং তাঁকে মারধর! পূর্ব বর্ধমানে ধৃত যুবক

পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১০টা নাগাদ পূর্ব রাগবশত যুবতীর বাড়িতে ঢুকে তাঁকে মারধর করেন পলাশ। তাঁর গলা টিপে ধরা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ২৩:৪৮
Share:
—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

যুবতীর শ্লীলতাহানি এবং তাঁকে মারধর ও গলা টিপে মেরে ফেলার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার পুলিশ। ধৃতের নাম পলাশ রায়। মাধবডিহি থানার পহলানপুরে তাঁর বাড়ি। বৃহস্পতিবার সকালে পহলানপুর বাজার থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে বৃহস্পতিবারই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে মঙ্গলবার তাঁকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

Advertisement

পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১০টা নাগাদ পূর্ব রাগবশত যুবতীর বাড়িতে ঢুকে তাঁকে মারধর করেন পলাশ। তাঁর গলা টিপে ধরা হয়। এমনকি তাঁর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। মেয়েকে মার খেতে দেখে বাঁচাতে যান তাঁর মা। তাঁকেও মারধর করা হয়। চিৎকার শুনে স্থানীয় লোকজন জড়ো হলে অভিযুক্ত পালিয়ে যান। তার আগে যুবতীকে ফের মারধরের হুমকি দেন তিনি। ঘটনার দিনই যুবতীর দাদা থানায় অভিযোগ দায়ের করেন।

অন্য দিকে, বধূর শ্লীলতাহানির অভিযোগে তাঁর খুড়শ্বশুরকে গ্রেফতার করেছে বর্ধমান মহিলা থানার পুলিশ। বর্ধমান শহরের সদরঘাটের চাষিমানা এলাকায় ধৃতের বাড়ি। সেখান থেকেই বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে মঙ্গলবার ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

Advertisement

পুলিশ জানিয়েছে, বুধবার সকালে ঘরে ঠাকুর পুজো করছিলেন ওই বধূ। সেই সময় চুপিসারে ঘরে ঢুকে খুড়শ্বশুর বধূর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। বধূ চিৎকার করলে অভিযুক্ত ঘর থেকে পালিয়ে যান। তবে, ঘটনার কথা কাউকে না জানানোর জন্য বধূকে শাসান তিনি। পরে বধূ নিজেই ঘটনার কথা জানিয়ে মহিলা থানায় অভিযোগ দায়ের করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement