—প্রতীকী চিত্র।
এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। ধৃতের নাম মুক্তার আহমেদ আনসারি। কলকাতার কামারহাটি থানার আনোয়ারবাগান এলাকায় তাঁর বাড়ি। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে মেমারি থানার শোভা মোড় এলাকায় জিটি রোডের পাশে যাত্রী প্রতীক্ষালয়ে বসেছিলেন মুক্তার। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছয়। পুলিশকে দেখে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাড়া করে পুলিশ তাঁকে ধরে ফেলে। অত রাতে সেখানে তিনি কী করছিলেন, তার সদুত্তর পুলিশকে দিতে পারেননি মুক্তার। কথাবার্তায় সন্দেহ হওয়ায় তাঁকে তল্লাশি করে পুলিশ। সেই সময়ে তাঁর কাছে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে একটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার হয়। আগ্নেয়াস্ত্র ও গুলির বৈধ কোনও কাগজপত্র তিনি দেখাতে পারেননি। আগ্নেয়াস্ত্র ও গুলি বিক্রির জন্যই সেখানে তিনি এসেছিলেন বলে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃত দীর্ঘ দিন ধরে অস্ত্র কেনাবেচায় জড়িত বলে পুলিশের দাবি। তাঁর সঙ্গে আরও কয়েক জন অস্ত্রের কারবারে জড়িত বলে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে পুলিশ। ধৃতকে বৃহস্পতিবারই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। আরও আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করতে এবং কারবারে জড়িত বাকিদের হদিস পেতে ধৃতকে সাত দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতের পাঁচ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।