TMC

TMC Protest: একশো দিনের টাকা বকেয়া, পথে তৃণমূল

রাজ্য জুড়ে বিভিন্ন বিধানসভা কেন্দ্র, ব্লক ও পঞ্চায়েত ভিত্তিতে রবিবার পথে নেমেছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২২ ০৫:৫৯
Share:

প্রতীকী ছবি।

একশো দিনের কাজে রাজ্যের পাওনা টাকা দিচ্ছে না কেন্দ্র, এই অভিযোগে রাস্তায় নেমে প্রতিবাদ জানাল তৃণমূল কংগ্রেস। দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্রের ‘বঞ্চনা’র প্রতিবাদে দু’দিনের কর্মসূচি নিয়েছে তৃণমূল। রাজ্য জুড়ে বিভিন্ন বিধানসভা কেন্দ্র, ব্লক ও পঞ্চায়েত ভিত্তিতে রবিবার পথে নেমেছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। শহরে ওয়ার্ডভিত্তিক প্রতিবাদও হয়েছে। ওই কর্মসূচি চলবে আজ, সোমবারও।

Advertisement

প্রায় পাঁচ মাস ধরে একশো দিনের প্রকল্পের টাকা কেন্দ্র মেটাচ্ছে না বলে তৃণমূলের অভিযোগ। দলের নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য, ‘‘সাত হাজার কোটি টাকারও বেশি বকেয়া রয়েছে একশো দিনের কাজে। কে কোথায় কত টাকা দিয়েছে, এখন ক্লিক করলেই জানা যায়। অন্যায় ভাবে কেন্দ্র আমাদের রাজ্যের পাওনা টাকা আটকে রেখেছে। কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েও কাজ হয়নি।’ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ অবশ্য পাল্টা মন্তব্য করেছেন, ‘‘কেন্দ্র যে সব প্রকল্পের টাকা দিয়েছে, আগে সেগুলোর হিসেব দিক রাজ্য। তার পরে আবার টাকা চাইবে!’’ হাওড়ায় এ দিন অরূপ রায়, বালিগঞ্জে বাবুল সুপ্রিয়, সুকিয়া স্ট্রিটে কুণাল ঘোষের মতো তৃণমূলের মন্ত্রী-নেতাদের নেতৃত্বে বিভিন্ন জায়গাতেই প্রতিবাদ মিছিল হয়েছে। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল বলেন, ‘‘বিধানসভা ভোটে পর্যুদস্ত হওয়ার পরে বিজেপি নানা ভাবে ষড়যন্ত্র করে চলেছে। তাদের মুরোদ নেই রাস্তায় নেমে মানুষের পাশে দাঁড়ানোর! অন্যায় ভাবে এখন রাজ্যের পাওনা আটকে রাখা হয়েছে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement