—প্রতীকী চিত্র।
দাম বৃদ্ধির গতি আরও একটু কমল। তবে পুরোপুরি স্বস্তি ফিরল না খুচরো বাজারে। কারণ, মূল্যবৃদ্ধির হার সেখানে সেই সেপ্টেম্বর থেকে ৫ শতাংশের উপরে। অক্টোবরে পেরোয় ৬%। পরের দু’মাসে একটু করে কমেছে বটে। কিন্তু ৫ শতাংশের নীচে নামেনি। সোমবার কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, ডিসেম্বরের মূল্যবৃদ্ধি ৫.২২%। যা চার মাসে সবচেয়ে কম। কিছুটা নেমেছে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিও। হয়েছে ৮.৩৯%। তবে বিশেষজ্ঞদের মতে, দাম বৃদ্ধির গতি কমলেও এখনও তা নিশ্চিন্ত হওয়ার মতো কমেনি। গত মাসে আনাজের মূল্যবৃদ্ধির হার ছিল ২৬.৫৬%, ভোজ্যতেল ১৪.৬০%, ফল ৮.৪৯%। ।
বন্ধন ব্যাঙ্কের মুখ্য অর্থনীতিবিদ সিদ্ধার্থ সান্যাল বলেন, ‘‘মূল্যবৃদ্ধির মাথা নামানো ভাল লক্ষণ। তবে এখনও হার বেশ উঁচু। তবে আর্থিক বৃদ্ধির শ্লথ হওয়াকে উপেক্ষা করার নয়। ফলে টাকার দাম আর না পড়লে আগামী মাসে রিজ়ার্ভ ব্যাঙ্কের সুদের হার কমানোর সম্ভাবনা উড়িয়ে দেওযা যায় না।’’ পটনা আইআইটির অর্থনীতির অধ্যাপক রাজেন্দ্র পরামানিকের দাবি, ‘‘মূল্যবৃদ্ধির হার কমাকে স্বাগত জানিয়েও এটা নিশ্চিত বলা কঠিন যে, সুদ কমবে। কারণ, সেই সিদ্ধান্তের আগে আরবিআই খতিয়ে দেখবে বিশ্ব বাজারের আর্থিক ও ভূ-রাজনৈতিক অবস্থা, সার্বিক মূল্যবৃদ্ধির ঝুঁকিও।’’