Maharashtra Municipality Election

উদ্ধব ‘একলা চলো’ বললেও ভোটে একা লড়বে না এমভিএ

রাজনৈতিক শিবিরের বক্তব্য, এনসিপি-র প্রবীণ নেতা শরদ পওয়ার তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তাঁরা সমস্ত বিরোধী দল (কংগ্রেস-সহ) এক সঙ্গেই লড়বেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ০৭:৪০
Share:

উদ্ধব ঠাকরে। —ফাইল চিত্র।

মহারাষ্ট্রের পুরনির্বাচনে ‘একলা লড়াইয়ের’ ইঙ্গিত দিয়েছে উদ্ধব ঠাকরের শিবসেনা। তবে রাজনৈতিক সূত্রের মতে, পশ্চিমবঙ্গে যে ভাবে সর্বস্তরে কংগ্রেসকে বাদ দিয়ে একা লড়ছে তৃণমূল, মহারাষ্ট্রে তেমনটা করার কোনও সম্ভাবনাই নেই মহাবিকাশ আঘাড়ী (এমভিএ)-র শরিক দলগুলির। উদ্ধবসেনার নেতা সঞ্জয় রাউত জানিয়েছিলেন, কর্মীরা নির্বাচনে একলা লড়াইকরতে চাইছেন।

Advertisement

মহারাষ্ট্রের রাজনৈতিক শিবির বলছে, নেহাতই দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে এমনটা বলা। আসলে মহারাষ্ট্রের নির্বাচনের পরে বিরোধীদের এমনই ছত্রভঙ্গ অবস্থাযে, আলাদা ভাবে লড়াইয়ের শক্তিই নেই তাদের।

রাজনৈতিক শিবিরের বক্তব্য, এনসিপি-র প্রবীণ নেতা শরদ পওয়ার তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তাঁরা সমস্ত বিরোধী দল (কংগ্রেস-সহ) এক সঙ্গেই লড়বেন। বিষয়টি নিয়ে তিনি তাঁর দলের নেতা, বিধায়ক, সাংসদদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বলে সূত্রের খবর। পুরনিগম, পঞ্চায়েতের ভোটে লড়তে গেলে এক একটি দলকে যে পরিমাণ প্রার্থী (৮ থেকে ৭ হাজার) দাঁড় করাতে হয়, তা একক ভাবে দেওয়ার ক্ষমতা নেই উদ্ধবপন্থী শিবসেনা বা শরদ-গোষ্ঠীর হাতে থাকা এনসিপি-র। স্থানীয় রাজনৈতিক শিবির মনে করছে, তাদের একে অন্যের হাত তো ধরতে হবেই, কংগ্রেসও লাগবে সমস্ত আসনে প্রার্থী দাঁড় করাতে হলে। তবে এ ক্ষেত্রে কংগ্রেস নিজেরা কিছু বাছাই করা আসনে একলা লড়াই করতেচাইবে কি না, সে প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়।

Advertisement

উদ্ধবের তরফে ভোটপ্রস্তুতি শুরু করা, প্রতিটি এলাকায় গিয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করা, কর্মীদের মনোবল বাড়ানো— এক কথায় বিধানসভা ভোটে ধাক্কা খাওয়ার পরে ফের উঠে দাঁড়ানোর একটা চেষ্টা শুরু হয়ে গেলেও শরদ পওয়ারকে কিছুটা নিষ্ক্রিয় দেখা যাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। মাঝে শরদ এবং অজিত পওয়ারের এনসিপি মিলে যেতে চলেছে বলে জল্পনা তুঙ্গে উঠেছিল। কিন্তু আপাতত তার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। পওয়ার শিবিরকে নিয়ে মহারাষ্ট্রের হাওয়ায় বিভিন্ন তত্ত্ব ভাসছে। একাংশ মনে করছে, শরদ চুপ করে অপেক্ষা করছেন, সুযোগ এলে কেন্দ্রে এনডিএ সরকারে যোগ দেওয়ার জন্য। জেডিএস নেতা তথা বিহারেরমুখ্যমন্ত্রী নীতীশ কুমার কেন্দ্রের মোদীসরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করলে তবেই অবশ্য সে সুযোগ আসবে। সূত্রের খবর, নীতীশ নিজে এনডিএ-র ভিতরে থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন।নীতীশের কাছে এমন খবরও এসেছে যে, তাঁর দলের বিধায়কদের ভাঙিয়ে নিয়ে শক্তিবৃদ্ধি করতে পারে বিজেপি। তাঁর অবস্থা হতে পারে উদ্ধব ঠাকরের মতো। নীতীশের সাংসদ সংখ্যা ১২, শরদের ৯। ফলে নীতীশের গদি টলোমলো হলে বা তিনি সমর্থন প্রত্যাহার করে নিলে পওয়ার দর কষাকষি করে মন্ত্রিত্বের বিনিময়ে এনডিএ-কে সমর্থন করতে পারেন বলে মনে করছে একাংশ।

সূত্রের খবর, অজিত পওয়ারের এনসিপি-র সঙ্গে নিজেদের মিশিয়ে দেওয়ার সম্ভাবনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন শরদের কন্যা সুপ্রিয় সুলে। তিনি দলীয় সাংসদ-বিধায়কদের বোঝাতে সক্ষম হয়েছেন, এমনটাহলে আখেরে শক্তি বাড়বেঅজিতেরই। দুর্বল হয়ে যাবে শরদ পওয়ারপন্থীদের অস্তিত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement