Trinamool Congress

আরজি করের অভিঘাত! ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিয়ে নতুন সংগঠন গড়ছে তৃণমূল, শীর্ষে ডাক্তার শশী

সরকারি এবং বেসরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্তেরা এই সংগঠনের সদস্য হতে পারবেন। যদিও সরাসরি তৃণমূলের চিকিৎসকদের নিয়ে সংগঠন রয়েছে। প্রোগ্রেসিভ ডক্টর্‌স অ্যাসোসিয়েশনের নামে কাজ করে সংগঠনটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ১৮:০৩
Share:

নতুন সংগঠনের নেতৃত্বে থাকতে পারেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের মন্ত্রী শশী পাঁজা। —ফাইল ছবি।

স্বাস্থ্যক্ষেত্রে নতুন সংগঠন তৈরি হচ্ছে। শাসকদল তৃণমূলের সমর্থন নিয়েই রাজ্যের একটি বড় অংশের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ে তৈরি হবে এই নতুন সংগঠনটি। সব ঠিকঠাক থাকলে আগামী সোমবার কলকাতা প্রেস ক্লাব থেকে এই সংগঠনটির সূচনা হতে পারে। নেতৃত্বে থাকতে পারেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের মন্ত্রী শশী পাঁজা। তাঁকে সংগঠনের চেয়ারপার্সন করা হতে পারে বলেই চিকিৎসকমহল সূত্রে খবর।

Advertisement

সংগঠনের নাম হতে পারে ‘প্রোগ্রেসিভ হেল্‌থ অ্যাসোসিয়েশন’। তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, নয়া এই সংগঠনে থাকবেন চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত তৃণমূলপন্থী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। সরকারি এবং বেসরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্তেরা এই সংগঠনের সদস্য হতে পারবেন। যদিও সরাসরি তৃণমূলের চিকিৎসকদের নিয়ে সংগঠন রয়েছে। প্রোগ্রেসিভ ডক্টর্‌স অ্যাসোসিয়েশনের নামে কাজ করে শাসকদলের সংগঠনটি। কিন্তু তা সত্ত্বেও চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্তদের নিয়ে নতুন এই সংগঠনটি গড়া হচ্ছে।

সংগঠনের শীর্ষপদে পেশায় চিকিৎসক রাজনীতিক শশীকে রাখার ঘটনায় এই নতুন সংগঠনের সঙ্গে শাসকদলের যোগ থাকার ইঙ্গিত মিলেছে। তবে এক তৃণমূলপন্থী চিকিৎসকের কথায়, ‘‘আরজি কর হাসপাতালে যুবতী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় যে ভাবে রাজ্য সরকারকে বিব্রত হতে হয়েছে, তা ভাল চোখে দেখেননি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। দলের চিকিৎসক সংগঠনের নেতারা পরিস্থিতি মোকাবিলা ছেড়ে নিজেরাই পারস্পরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই এই নতুন সং‌গঠনের তৈরির সিদ্ধান্ত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement