কলার খোসা ভেজানো জলে কী আছে? ছবি: সংগৃহীত।
কলার খোসায় পা পিছলে যাওয়ার সম্ভাবনা প্রবল! তাই যেখানে-সেখানে তা পড়ে থাকতে দেখলে ফেলেই দেন। কেউ কেউ আবার ফেলে দেওয়া কলার খোসা জমিয়ে রাখেন গাছে সার হিসাবে দেওয়ার জন্য। কলার মতো তার খোসাটিতেও নানা রকম খনিজ থাকে। গাছের বাড়বৃদ্ধির জন্য তা ভাল।
একই ভাবে তা যদি চুলের গোড়ায় মাখা যায় তাতে চুলের বাড়বৃদ্ধি হবে কি? অভিজ্ঞেরা অবশ্য বলছেন, হবে। কারণ, কলার মতো তার খোসাতেও রয়েছে পটাশিয়াম। হার্ট ভাল রাখার পাশাপাশি চুলের ফলিকল মজবুত করার জন্য এই খনিজটি বিশেষ ভাবে প্রয়োজন। এ ছাড়া ম্যাগনেশিয়াম, প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিড্যান্টও রয়েছে কলার খোসায়। কলার খোসা ভেজানো জল মাখলে স্ক্যাল্পের পিএইচের সমতা বজায় থাকে, যা নতুন চুল গজানোর পক্ষে অনুকূল। ভাল ফল পেতে হলে সপ্তাহে অন্তত দু’বার মাথায় এই মিশ্রণ মাখতে হবে।
কী ভাবে তৈরি করবেন এই মিশ্রণ?
· প্রথমে কলার খোসাগুলি ছোট ছোট করে কেটে নিন। চাইলে রোদে শুকিয়েও নিতে পারেন।
· এ বার পরিমাণ মতো জল নিয়ে তার মধ্যে খোসাগুলি দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। মিনিট পনেরো পর গ্যাস বন্ধ করে দিন। পাত্রের মুখে ঢাকা দিয়ে রাখুন।
· এ বার জল থেকে কলার খোসাগুলি তুলে নিন। তবে এখনই এই মিশ্রণ মাথায় মাখা যাবে না। স্বাভাবিক তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
কী ভাবে মাখবেন?
· মাথার ত্বক, চুলে মাখতে সুবিধা হবে স্প্রে বোতলে ওই তরল ভরে নিলে।
· প্রথমে চিরুনি দিয়ে পুরো চুল ভাল করে আঁচড়ে নিন।
· তার পর স্প্রে করে পুরো চুলে মেখে নিন। আধ ঘণ্টা অপেক্ষা করুন। তার পর শ্যাম্পু করে নিন।