Wanindu Hasaranga

আইপিএলের আগে টি২০ ক্রিকেটে বিশ্বরেকর্ড হাসরঙ্গের, কী কীর্তি গড়লেন রাজস্থানের অলরাউন্ডার?

শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গ এখন ব্যস্ত আবু ধাবির আইএলটি-টোয়েন্টিতে। সেই প্রতিযোগিতায় বিশ্বরেকর্ড গড়েছেন বল হাতে। যা খুশি করতে পারে রাজস্থান রয়্যালসের কোচ রাহুল দ্রাবিড়কে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৬:৪৮
Share:

ওয়ানিন্দু হাসরঙ্গ। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড করলেন ওয়ানিন্দু হাসরঙ্গ। তিনি ২০ ওভারের ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন দ্রুততম হিসাবে। আবু ধাবির আইএলটি-টোয়েন্টিতে এই নজির গড়েছেন। আইপিএলের সুবাদে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছেও পরিচিত শ্রীলঙ্কার অলরাউন্ডার।

Advertisement

আগামী আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন হাসরঙ্গ। তাঁর নতুন কীর্তিকে খুশি হতে পারেন রাজস্থানের কোচ রাহুল দ্রাবিড়। নিজের ২০৯তম টি-টোয়েন্টি ম্যাচে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। ২০ ওভারের ক্রিকেটে শ্রীলঙ্কার অলরাউন্ডারের উইকেট সংখ্যা এখন ৩০১। হাসরঙ্গ ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার জোরে বোলার অ্যান্ড্রু টাইয়ের বিশ্বরেকর্ড। তিনি তাঁর ২১১তম টি-টোয়েন্টি ম্যাচে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। ২০ ওভারের ক্রিকেটে ৩০০ উইকেট পূর্ণ করতে তাঁর লেগেছিল ২১৩টি ম্যাচ।

বলের পাশাপাশি ব্যাট হাতেও যথেষ্ট দক্ষ হাসরঙ্গ। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর রান ২৩৩৫। ন’টি অর্ধশতরান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৪৫.২১। বল হাতে তিন বার ম্যাচে পাঁচ উইকেট এবং ন’বার চার উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর। শ্রীলঙ্কার হয়ে শুধু সাদা বলের ক্রিকেট খেলেন হাসরঙ্গ। দেশের জার্সিতে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে মাঠে নামবেন তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া দু’ম্যাচের এক দিনের সিরিজ়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement