হাওয়া অফিস জানিয়েছে, বুধবার ৬টা ৪৫ মিনিট থেকে শহরের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হতে পারে। — ফাইল ছবি।
মাঝে দু’-এক দিনের বিরতি। আবারও কলকাতার কিছু অংশে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার ৬টা ৪৫ মিনিট থেকে শহরের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হতে পারে। চলতে পারে এক থেকে দু’ঘণ্টা। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বুধবার কলকাতার কিছু অংশে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সন্ধ্যা ৭টা থেকে উত্তর ২৪ পরগনায় বৃষ্টি শুরু হয়ে চলতে পারে এক থেকে দু’ঘণ্টা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় গতি হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার।