Calcutta High Court

চাষের জমির ক্ষতি হচ্ছে! বেআইনি ইটভাটা ভাঙতে চেয়ে হাই কোর্টে দ্বারস্থ গ্রামবাসীরা

এর আগে রাজ্যে নদীর ধারে গড়ে ওঠা সমস্ত ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। রূপনারায়ন নদীর চরে ইটভাটা বন্ধ চেয়ে উচ্চ আদালতে মামলা দায়ের হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২৪ ২০:১১
Share:

বেআইনি ইটভাটা বন্ধ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ গ্রামের বাসিন্দারা। —ফাইল ছবি।

বেআইনি ইটভাটা বন্ধ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ গ্রামের বাসিন্দারা। তাঁদের বক্তব্য, কয়েক জন রাজনৈতিক প্রভাবশালী ওই সব বেআইনি ইটভাটা চালাচ্ছেন। তার ফলে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উর্বরতা কমে ক্ষতি হচ্ছে চাষের জমিরও। এমনই অভিযোগ তুলে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন গ্রামের বাসিন্দারা। চলতি সপ্তাহে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে।

Advertisement

দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের জালাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েকটি ইটভাটা রয়েছে। ওই সব ইটভাটার ফলে এলাকায় চাষের ক্ষতি হচ্ছে। ফসল উৎপাদন কমে যাচ্ছে। এমনকি তা পরিবেশের জন্য ক্ষতিকারক বলে অভিযোগ তুলে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেন সনাতন মণ্ডল নামে ওই এলাকার এক বাসিন্দা। তিনি ওই ইটভাটা বন্ধ করতে চান। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের একাধিক কর্তার সঙ্গে তিনি বৈঠক করেন। তাঁর বক্তব্য, ওই বেআইনি ইটভাটার সঙ্গে রাজনৈতিক নেতাদের যোগ রয়েছে। তাই পঞ্চায়েত প্রধানের অফিস থেকে শুরু করে জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। হাই কোর্টে মামলাকারীর আবেদন, গ্রামের মানুষদের স্বার্থে ইটভাটা বন্ধ করা হোক।

এর আগে রাজ্যে নদীর ধারে গড়ে ওঠা সমস্ত ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। রূপনারায়ণ নদের চরে ইটভাটা বন্ধ চেয়ে উচ্চ আদালতে মামলা দায়ের হয়েছিল। গত বছর ওই মামলার শুনানিতে হাই কোর্ট রাজ্যের সব নদীর পারে তৈরি হওয়া ইটভাটা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement