তিন আন্তঃরাষ্ট্র নারী পাচারকারীকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিল রানাঘাটের ফাস্ট ট্র্যাক আদালত। —প্রতীকী চিত্র।
বাংলাদেশি নাবালিকাকে অবৈধ ভাবে এ দেশে এনে পাচারের অভিযোগে এক মহিলা-সহ তিন জনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। শনিবার ওই তিন আন্তঃরাষ্ট্র নারী পাচারকারীকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিল রানাঘাটের ফাস্ট ট্র্যাক আদালত। ধৃতদের নাম বকুল মণ্ডল, জসীম মণ্ডল ও লতা সরকার। প্রত্যেকেই উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা। বিচারক মনোদীপ দাশগুপ্ত শনিবার এই সাজা ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে ধানতলার ঝোড়পাড়া এলাকার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে কয়েক জন অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে ভারতে আসার চেষ্টা করছিল। সীমান্তরক্ষী জওয়ানেরা শূন্যে এক রাউন্ড গুলি চালালে কয়েক জন পালিয়ে যায়। এক নাবালিকা ধরা পড়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদ করে নারীপাচার চক্রের হদিস মেলে। ওই নাবালিকাকে ধানতলা থানার হাতে তুলে দেয় বিএসএফ। জানা যায়, ধৃতেরা বাংলাদেশ থেকে কিশোরী ও তরুণীদের কাজের টোপ দিয়ে এনে মুম্বই, বেঙ্গালুরুর যৌনপল্লিতে বিক্রি করে দিত।