West Bengal Municipal Election 2022

WB Municipal Election: ১০৮ পুরসভার ভোট কি শান্তিপূর্ণ? কোনও উত্তরই দিল না রাজ্য নির্বাচন কমিশন

সোমবার সকাল ৯টা থেকে শুরু হবে স্ক্রুটিনি। বিকেলের মধ্যে পুনর্নির্বাচন নিয়ে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ২০:৩৩
Share:

রাজ্য নির্বাচন কমিশন। ফাইল চিত্র।

কলকাতা-সহ চার পুরনিগমের ভোট শান্তিপূর্ণ হয়েছে জানালেও, ১০৮টি পুরসভার ক্ষেত্রে তেমন কিছুই বলল না রাজ্য নির্বাচন কমিশন। রবিবার কমিশনের বক্তব্য, বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। সব অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের কাছ থেকে সম্পূর্ণ রিপোর্ট আসেনি। রিপোর্ট এলে তার পরই বলা সম্ভব ভোট শান্তিপূর্ণ হয়েছে কি না। অর্থাৎ এই কথা থেকে স্পষ্ট, শান্তিপূর্ণ ভোটের কথা এখনই তারা বলছে না। বিগত ভোটগুলির ক্ষেত্রে যা ভোট শেষের পরই জানিয়েছিল। অন্য দিকে, রবিবার সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশের ডিজি জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবেই হয়েছে পুরভোট।

রবিবার রাজ্যের ২০টি জেলার ১০৮টি পুরসভার ভোটে বিভিন্ন জায়গা থেকে অশান্তির অভিযোগ আসে। ভোট লুঠ, বুথ দখল, ছাপ্পা, ইভিএম ভাঙচুর,মারামারির মতো অভিযোগ দিনভর আসে কমিশনের কাছে। কমিশন জানায়, প্রায় হাজারের কাছাকাছি অভিযোগ জমা পড়েছে তাদের কাছে। সব জেলা থেকেই কমবেশি অভিযোগ এসেছে। অশান্তির ঘটনায় ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সংবাদমাধ্যমে একটি জায়গা থেকে গুলি চালানোর খবর সামনে এলেও কমিশন তা অস্বীকার করেছে। তারা জানায়, বিষয়টি তাদের জানা নেই। এ নিয়ে এখনও অবধি পুলিশও কোনও রিপোর্ট দেয়নি। অন্য দিকে, সিসিটিভি ক্যামেরা নিয়ে একটি মাত্র রিপোর্ট জমা পড়েছে কমিশনে।

Advertisement

৮২টি বুথে ইভিএম ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা নজরে এসেছে কমিশনের। তারা জানিয়েছে, অভিযোগ পাওয়া মাত্রই ওই বুথে নতুন ইভিএম লাগানো হয়েছে। তবে সেখানে পুনর্নির্বাচিন হবে কি না তা সোমবারই জানাবে কমিশন। জানা গিয়েছে, সোমবার সকাল ৯টা থেকে শুরু হবে স্ক্রুটিনি। বিকেলের মধ্যে পুনর্নির্বাচন নিয়ে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement