এইচআইটি-র প্রাক্তনী সমাবেশ। — নিজস্ব চিত্র।
বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হল হলদিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (এইচআইটি)-র প্রাক্তনী সংসদ (অ্যালামনি অ্যাসোসিয়েশন)-এর নবম সমাবেশ। গত ১৪ জানুয়ারি বেঙ্গালুরুর একটি হোটেলে হয় ওই সমাবেশ। ছাত্রজীবনের স্মৃতিচারণায় মেতে ওঠেন প্রাক্তনীরা।
শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাক্তনী সংসদের সূত্রে জানা গিয়েছে, ২০০০ সাল থেকে পাশ করা পড়ুয়াদের মধ্যে ২০০ জনের বেশি ওই সমাবেশে যোগ দিয়েছিলেন। তাঁদের অনেকেই এখন বহু বিখ্যাত তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। এ ছাড়াও ওই সমাবেশে উপস্থিত হন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুব্রত মণ্ডল-সহ অধ্যাপকদের অনেকেই।
সমাবেশে উপস্থিত হওয়া সকলেই নিজেদের মতামত জানান। শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান পড়ুয়াদের কর্মসংস্থান এবং তাঁদের প্রশিক্ষণ নিয়েও আলোচনা হয়। প্রাক্তনীদের ওই সমাবেশে উঠে আসে শিক্ষা প্রতিষ্ঠানে থাকাকালীন তাঁদের অভিজ্ঞতার কথাও। গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ওই সমাবেশে।