রবিবার ভোরে গুজরাতের দ্বারকায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে বাস। মৃত্যু হয়েছে অন্তত পাঁচ জনের। ছবি: সংগৃহীত।
মহারাষ্ট্র থেকে গুজরাতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল বাস। যাত্রীদের নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩৫ ফুট গভীর একটি খাদে গিয়ে পড়ে বাসটি। দুর্ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৭ জন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, দুর্ঘটনাটি ঘটেছে রবিবার ভোর সাড়ে ৪টা নাগাদ। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে নাসিক-গুজরাত হাইওয়ে ধরে বাসটি পুণ্যার্থীদের গুজরাতের দ্বারকার দিকে যাচ্ছিল। সেই সময়েই গুজরাতের দাং জেলায় সাপুতারার কাছে দুর্ঘটনাটি ঘটে। ৪৮ জন যাত্রীকে নিয়ে গভীর খাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় থানার পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন পুলিশকর্মীরা। দাং জেলার ডেপুটি পুলিশ সুপার সুনীল পাতিল জানান, খাদের মধ্যে উল্টে পড়ে গিয়েছে বাসটি। দুর্ঘটনার পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
ডেপুটি পুলিশ সুপার জানিয়েছেন, মৃতদের মধ্যে দু’জন মহিলাও রয়েছে। আরও ১৭ জন গুরুতর আহত। বাকিদের কমবেশি চোট লেখেছে বলে জানিয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর, বাসটি মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর থেকে দ্বারকার দিকে যাচ্ছিল। পিটিআই জানিয়েছে, ওই বাসটিতে মধ্যপ্রদেশের গুনা, শিবপুরী এবং অশোকনগর জেলা পুণ্যার্থীরা ছিলেন। বাসটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে পুলিশ।