পার্থ চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র
প্রাথমিকে নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গত ২৭ ডিসেম্বর চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। কিন্তু সেই সময় আদালত বন্ধ থাকায় চার্জশিট গ্রহণ করা হয়নি। শনিবার বিচার ভবনের বিশেষ সিবিআই আদালত সিবিআইয়ের দাখিল করা চার্জশিট গ্রহণ করল। প্রাথমিকে নিয়োগ মামলায় দ্বিতীয় অতিরিক্ত চার্জশিটে পার্থ ছাড়াও নাম রয়েছে অয়ন শীল এবং সন্তু গঙ্গোপাধ্যায়ের।
প্রাথমিকের নিয়োগ সিবিআইয়ের করা মামলায় এই প্রথম কোনও চার্জশিটে নাম রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থের। পার্থ যেহেতু সরকারি পদে ছিলেন, তাই নিয়ম অনুসারে তাঁর বিরুদ্ধে কোন কোন ধারায় চার্জশিট গঠন করা হচ্ছে, তা রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালকে জানায় তদন্তকারী সংস্থা। রাজভবন ছাড়পত্র দিলে চার্জশিট গ্রহণ এবং তার পরবর্তী কাজ শুরুর ক্ষেত্রে কোনও বাধা থাকে না। সিবিআই সূত্রে খবর, রাজভবন থেকে সেই ছাড়পত্র এসেছে।