সন্দেশখালি। এক টুকরো দ্বীপ অঞ্চল। তৎকালীন ব্লক সভাপতি শেখ শাহাজাহানও তার দুই শাগরেদ শিবু ও উত্তমের বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ। সন্দেশখালির আগুন ছড়িয়ে পড়ে সরবেড়িয়া, বেড়মজুর, ঝুপখালি এলাকায়। ঝাঁটা, লাঠি, দা-হাতে পথে নামেন সন্দেশখালির মহিলারা। সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সেই আন্দোলন থেকে রাজনীতিতে পা রাখেন ‘নির্যাতিতা’ রেখা পাত্র। এক বছরে কত কিছুর সাক্ষী এই ছোট্ট দ্বীপ। আর এখন কী অবস্থায় রয়েছে বেড়মজুর,ঝুপখালি? কেমন আছে সন্দেশখালি?