BJP

Bengal BJP: বিজেপি-র পার্টি অফিস পোড়ানোর অভিযোগ, দিলীপ বললেন, খড়্গপুরে রাজনৈতিক অধঃপতনের শুরু

রাতের অন্ধকারে পার্টি অফিস পুড়ে যেতে দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না বিজেপি কাউন্সিলর। আঙুল উঠল শাসক দলের দিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়গপুর শেষ আপডেট: ১১ মার্চ ২০২২ ১৫:০০
Share:

পুড়ে যাওয়া পার্টি অফিস। নিজস্ব চিত্র।

খড়গপুর শহরে বিজেপি-র পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল খড়্গপুর শহরের ২৬ নম্বর ওয়ার্ডে। বিজেপি-র অভিযোগ, এর পিছনে রয়েছে তৃণমূল। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল। উল্লেখ্য, পুরসভা নির্বাচনের আগে থেকে সংশ্লিষ্ট এলাকায় চাপা রাজনৈতিক উত্তেজনা ছিল। পুর ভোটের ফল বেরনোর পর পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন এলাকার বিজেপি কাউন্সিলর অনুশ্রী বেহারা। পার্টি অফিস পুড়ে যেতে দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি। অনুশ্রী বলেন, ‘‘নিজের ঘর পুড়ে যাওয়ার মতো ঘটনা ঘটল। রাতের অন্ধকারে এমন ক্ষতি করবে ভাবিনি।’’ তিনি জানান, এলাকার মানুষের বহু নথিপত্র পার্টি অফিসে ছিল। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিক।

Advertisement

এখন খড়্গপুর শহরেই রয়েছেন বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় বিজেপি সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে অনেক ঘটনা ঘটেছে। বিজেপির পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। খড়্গপুরে রাজনীতির এমন অধঃপতন ছিল না। এবারে যেটা হল, বিজেপির কাউন্সিলরের পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ব্যাপার। আশা করব, দোষীদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে।’’

এর পর দিলীপের কটাক্ষ, চার রাজ্যে বিজেপি জেতার পরে ভয় পেয়ে গিয়েছে তৃণমূল। তাই এমন কাজ করছে তারা। অন্য দিকে, তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরার প্রতিক্রিয়া, ‘‘বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটতে পারে। তৃণমূলের কেউ এমন কাজের সঙ্গে জড়িত নয়। মিথ্যে অভিযোগ করছে বিজেপি। এ ভাবে খড়্গপুর শহরে অশান্তি করা যাবে না।’’ পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু করেছে তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement