ঐতিহাসিক: রেজিস্টারের যে পাতায় শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তথ্যটি লেখা রয়েছে, সেটি দেখাচ্ছেন কাঁকুড়গাছি রামকৃষ্ণ মঠ, যোগোদ্যানের অধ্যক্ষ স্বামী বিমলাত্মানন্দ।। শনিবার, বেলুড় মঠে। ছবি: দীপঙ্কর মজুমদার
শ্রীরামকৃষ্ণের শেষকৃত্যের নথি এ বার দেখা যাবে বেলুড় মঠের সংগ্রহশালায়।
১৩৩ বছর আগে কাশীপুর মহাশ্মশানে শ্রীরামকৃষ্ণের দাহকার্যের সময়ে যে রেজিস্টারে সব তথ্য নথিভুক্ত করা হয়েছিল, সেটি সংগৃহীত রয়েছে কলকাতা পুরসভার মহাফেজখানায়। রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফে সেই নথি চেয়ে পুর কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছিল।
সেই মতো ওই রেজিস্টারের অবিকল প্রতিলিপি তৈরি করে শনিবার বেলুড় মঠে তা রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দের হাতে তুলে দেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।