শুক্রবার পর্যন্ত কলকাতা এবং দক্ষিণবঙ্গের বাকি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। ফাইল চিত্র।
ভরা জ্যৈষ্ঠে কলকাতায় যখন অস্বস্তিকর গরমে নাজেহাল সাধারণ মানুষ, তখন কিছুটা স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে শহরে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।
কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া বইতে পারে জেলাগুলিতেও। শুক্রবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে, তবে বৃহস্পতিবারের তুলনায় সে দিন সম্ভাবনা খানিক কম।
শনিবারের পর থেকে দক্ষিণবঙ্গে আবার তাপমাত্রা বৃদ্ধি পাবে, জানিয়েছে হাওয়া অফিস। তবে শুক্রবার পর্যন্ত দক্ষিণে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুরুলিয়া, ঝাড়গ্রামের কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে দেখা গিয়েছে। সেই সঙ্গে কয়েক পশলা বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে।
উত্তরবঙ্গেও আগামী কয়েক দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।
মঙ্গলবার কলকাতায় বৃষ্টি হয়েছিল। বিকেলের পর অন্ধকার ঘনিয়ে এসে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নেমেছিল শহরে। ঝড়ের দাপটে অনেক জায়গায় গাছ ভেঙে পড়েছিল। শুধু কলকাতা নয়, ওই দিন বিভিন্ন জেলাতেও ঝড়বৃষ্টি হয়। তার পর বুধবার তেমন ভাবে বৃষ্টি হতে দেখা যায়নি। বৃহস্পতিবার আবার বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা।