বৃষ্টিতে জলমগ্ন রাস্তা। ছবি: পিটিআই।
শনিবার সকাল থেকেই বর্ষার বৃষ্টিতে ভিজছে কলকাতা এবং তার সংলগ্ন এলাকা। কখনও টিপটিপ করে বৃষ্টি, আবার কখনও ঝমঝমিয়ে— শ্রাবণের বর্ষণ চলছে বিভিন্ন জেলাতেও। এই পরিস্থিতিতে আরও বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হল। বৃষ্টির জেরে নিচু এলাকায় জল জমতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলের কাছে নিম্নচাপ রয়েছে। এর প্রভাবে শনিবার দিনভর দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি চলবে। আলিপুর জানিয়েছে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সর্বনিম্ন তাপমাত্রা ছুঁতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
গত কয়েক দিন ধরেই কলকাতা-সহ রাজ্যের জেলায় জেলায় বর্ষার বৃষ্টি চলছে। তবে এখনও পর্যন্ত সে ভাবে জোরালো বর্ষণ দেখেনি কলকাতা। আবার, বৃষ্টি হলেও গত কয়েক দিনে শহরে অস্বস্তি বজায় ছিল। যদিও শনিবার সকাল থেকেই শহরের আবহাওয়ার বদল ঘটেছে। মাঝে মধ্যেই কালো মেঘে ঢাকছে শহরের আকাশ। বর্ষায় দুর্ভোগে দিল্লি, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্রের মতো বিভিন্ন রাজ্য। কিছু দিন আগে ভারী বৃষ্টি এবং যমুনা নদীর জলে প্লাবিত হয়েছিল রাজধানীর বিস্তীর্ণ এলাকা। দুর্যোগে বিপর্যস্ত উত্তর ভারতের অন্য রাজ্যগুলিও।