নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। —ফাইল চিত্র।
কলকাতার এনআরএস হাসপাতালে শনিবার সকালে আগুন-আতঙ্ক ছড়াল। সকাল ৮টায় হাসপাতালের কার্ডিয়োলজি বিভাগের ক্যাথ ল্যাবে ধোঁয়া দেখা যায়। ধোঁয়া ঘিরেই আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের দু’টি ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। রোগীরা নিরাপদেই রয়েছেন। শর্টসার্কিট থেকে আগুন বলে অনুমান।
ঘটনাস্থলে রয়েছেন হাসপাতালের আধিকারিকেরা। কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, সকাল ৮টায় ক্যাথ ল্যাবের দরজা খুলতে গিয়ে প্রথম ধোঁয়া দেখেন কর্মীরা। হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে প্রথমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তাঁরা। খবর দেওয়া হয় দমকলকে। খবর পেয়ে হাসপাতালে যায় দমকলের দু’টি ইঞ্জিন।
হাসপাতাল সূত্রে খবর, ক্যাথ ল্যাব থেকে রোগীদের ঘর কিছুটা দূরে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার জেরে হাসপাতালের কাজ সাময়িক ব্যাহত হয়।
গত বৃহস্পতিবার মধ্যরাতে কলকাতার অদূরে হাওড়ার মঙ্গালাহাটে আগুন লেগেছিল। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে বহু কাপড়ের দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
কিছু দিন আগে কলকাতার পার্ক স্ট্রিট লাগোয়া এলাকার একটি রেস্তরাঁর রান্নাঘরে আগুন লেগেছিল। তার আগে রাজভবনের অদূরে বিবাদী বাগ চত্বরে টেলিফোন ভবনের কাছে একটি বহুতলে আগুন লেগেছিল। গত মার্চ মাসে আগুন লেগেছিল দক্ষিণ কলকাতার দক্ষিণাপণে শাড়ির দোকানে।