Idpur

রাস্তা আটকাল প্রতিবেশী গ্রাম

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুবরাজপুরের ওই দুই যুবক মঙ্গলবার কলকাতা থেকে ফেরেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ইঁদপুর শেষ আপডেট: ১৪ মে ২০২০ ০৩:৪১
Share:

প্রতীকী ছবি।

রাস্তার ধারে পরিত্যক্ত হস্টেলে রাখা হয়েছে বাঁকুড়ার ইঁদপুরের দুবরাজপুর গ্রামে ফেরা দুই পরিযায়ী শ্রমিককে। আতঙ্কে বুধবার রাস্তা আটকে দিলেন পাশের গ্রাম পায়রাচালির কিছু বাসিন্দা। এর জেরে ওই দুই গ্রাম তো বটেই, আশপাশের এলাকার মানুষজনও বাজারে যেতে সমস্যায় পড়ছেন। আলোচনার মাধ্যমেও সমস্যা মেটাতে পারেনি ইঁদুপর থানার পুলিশ। এ দিন এসডিও (খাতড়া) রবি রঞ্জন জানান, ওই দু’জনকে বাড়িতেই ‘কোয়রারন্টিন’ করার ব্যবস্থা করা হচ্ছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুবরাজপুরের ওই দুই যুবক মঙ্গলবার কলকাতা থেকে ফেরেন। স্থানীয় বাসিন্দা প্রতাপ পণ্ডা বলেন, ‘‘স্বাস্থ্যপরীক্ষার পরে, ওদের বাড়িতে কোয়রান্টিন থাকতে বলা হয়েছে। কিন্তু বাড়িতে একটাই ঘর। তাই আমরা গ্রাম ষোলো আনার তরফে পরিত্যক্ত হস্টেলে রাখার সিদ্ধান্ত নিই।’’ দুবরাজপুর ও পায়রাচালি গ্রামের মাঝখান দিয়ে গিয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার পাকা রাস্তা। তার ধারেই হস্টেলটি।

খবর ছড়িয়ে পড়তেই বুধবার সকালে পায়রাচালির কিছু বাসিন্দা রাস্তা আটকে দেন। ওই গ্রামের বাসিন্দা বাপি বাউড়ি ও অজিত বাউড়ি বলেন, ‘‘ওই ঘরের পাশ দিয়ে যাতায়াত বন্ধ করতে রাস্তায় গাছের ডাল দেওয়া হয়েছে।’’

Advertisement

দুবরাজপুর গ্রাম ষোলোআনার সদস্য প্রতাপবাবুর বক্তব্য, ‘‘পুরনো হস্টেল ঘরে ওঁরা দু’জন থাকছেন। ঘর থেকে বেরোননি। এ ভাবে রাস্তা বন্ধ করায় শুধু হয়রানিই হচ্ছে।’’ ওই রাস্তা দিয়ে কিছু দূর গেলেই পায়রাচালি বাজার। কিন্তু এখন ঘুরপথে সেখানে যেতে হচ্ছে দুবরাজপুর, ভুটারগড়্যা, গিলিরবনা, সরবেড়িয়া, কদমকানালি-সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের। বুধবার দুপুরে এলাকায় গিয়েছিল ইঁদুপুর থানার পুলিশ। কিন্তু দীর্ঘ আলোচনার পরেও বিকেল পর্যন্ত রাস্তা খোলেনি।

এসডিও (খাতড়া) রবি রঞ্জন জানান, ওই দুই যুবককে চিকিৎসক পরীক্ষা করেছেন। কোনও উপসর্গ না থাকায় বাড়িতে ‘কোয়রান্টিন’ থাকতে বলা হয়েছে। তিনি জানান, বাড়িতে একটি ঘর হলেও সেখানে ‘কোয়রান্টিন’ থাকায় সমস্যা নেই। এসডিও বলেন, ‘‘সরকারি নিয়ম অনুযায়ী, তাঁদের বাড়িতেই থাকতে হবে। ‘হোম কোয়রান্টিন’-এর নিয়মকানুন মেনে চলতে হবে। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব।’’

এই ব্যাপারে পদক্ষেপ করার কথা জানিয়েছে প্রশাসন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement