Viral Video

সেতু ভেঙে নদীতে অ্যাসিড ভরা ট্যাঙ্কার, একচুলের জন্য দুই বাইক আরোহীর রক্ষা, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৫৩৩ মিটারের ওই সেতুটি তৈরি হয়েছিল ১৯৬০ সালে। রবিবার দুপুরে সেটির একাংশ ভেঙে পড়ে। একই সঙ্গে নদীতে পড়ে যায় অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার, দু'টি ট্রাক, একটি গাড়ি এবং একটি মোটরসাইকেল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৭:০৬
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

ব্রাজিলে সেতু বিপর্যয়। রবিবার দুপুরে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়়ে মারানহাও এবং টোকান্টিনস প্রদেশের সংযোগকারী ‘জুসেলিনো কুবিটশেক দে অলিভেরা’ সেতুর একাংশ। সেই ঘটনায় এখনও পর্যন্ত এক জনের মৃত্যু হয়েছে এবং ১০ জনেরও বেশি মানুষ আহত বলে খবর। সেতু ভেঙে পড়ার সময় সালফিউরিক অ্যাসিড বহনকারী একটি ট্যাঙ্কারও সেতুর উপর থেকে নদীতে পড়ে যায়। জলে অ্যাসিড মেশার খবর প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। উদ্বিগ্ন হয়ে পড়েন মানুষজন। ব্রাজিলের ওই সেতু ভেঙে পড়ার বেশ কয়েকটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে ভিডিয়োগুলি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৫৩৩ মিটারের ওই সেতুটি তৈরি হয়েছিল ১৯৬০ সালে। রবিবার দুপুরে সেটির একাংশ ভেঙে পড়ে। একই সঙ্গে নদীতে পড়ে যায় অ্যাসিডভর্তি ট্যাঙ্কার, দু'টি ট্রাক, একটি গাড়ি এবং একটি মোটরসাইকেল। উদ্ধারকাজ শুরু হলেও নদীতে অ্যাসিড ছড়িয়ে পড়ার খবরে সাময়িক ভাবে তা থমকে যায়।

ভাইরাল একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্রাজিলের ওই সেতুর একাংশ হঠাৎই হুড়মুড় করে ভেঙে পড়ে। ভাঙা অংশ নদীতে পড়ার পর ঢেউ অনেক দূর পর্যন্ত ওঠে। ট্যাঙ্কারও জলে পড়ার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। অন্য একটি ভিডিয়োয় আবার দেখা গিয়েছে, দুই বাইক-আরোহীর ঠিক সামনেই সেতুর একাংশ ভেঙে পড়ে। কয়েক চুলের জন্য বেঁচে যান তাঁরা।

Advertisement

এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়োগুলি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। অনেকে মন্তব্যও করেছেন। ভিডিয়োগুলি দেখে উদ্বেগও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement