দুর্ঘটনার কবলে পড়া সেই এসইউভি গাড়িটি। ছবি: এক্স (সাবেক টুইটার)।
বেঙ্গালুরুতে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ছ’জনের মৃত্যুর ঘটেছিল। কী ভাবে দুর্ঘটনা ঘটেছিল, তা নিয়ে এ বার মুখ খুললেন ঘাতক ট্রাকের চালক। তিনি জানান, দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করেও পারেননি। তাঁর ট্রাকের সামনে চলে আসে এসইউভিটি। আচমকাই গাড়িটি ব্রেক কষে। ট্রাকটি গতিতে থাকায় ঘোরানোর চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। ট্রাকটি ধাক্কা মারে এসইউভিটিকে।
গত শনিবার বেঙ্গালুরুর উপকণ্ঠে নেলামঙ্গলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মৃত ছ’জনই বেঙ্গালুরুর বাসিন্দা। বেঙ্গালুরু একটি সফ্টঅয়্যার কোম্পানিতে কর্মরত এক ব্যক্তি তাঁর পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে বিজয়পুরা যাচ্ছিলেন। ব্যক্তিগত গাড়িতেই তাঁরা ভ্রমণ করছিলেন। পথে দুর্ঘটনার কবলে পড়েন। ট্রাকের চাকার তলায় পিষ্ট হয় গাড়িটি। আহত হন ট্রাকের চালকও। ঝাড়খণ্ডের বাসিন্দা ওই ট্রাকচালক আরিফ জানান, তাঁর ট্রাক ৪০ কিলোমিটার গতিতে চলছিল। সে সময় হঠাৎ ট্রাকের সামনে থাকা একটি গাড়ি ব্রেক কষে। সংঘর্ষ এড়াতে ট্রাকটি নিয়ে চালক ডিভাইডারের দিকে বাঁক নেন। কিন্তু সে পাশে অন্য একটি গাড়ি ছিল। সেই কারণে আবার গাড়ি ঘোরান। তখনই দুর্ঘটনাটি ঘটে।
এক জন ডিএসপি পদস্থ পুলিশ আধিকারিকের নেতৃত্বে ওই দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল এবং তার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। সেই সব ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। পুলিশের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, চালককে হেফাজতে রেখে তদন্ত করা হচ্ছে। বর্তমানে ওই চালক হাসপাতালে চিকিৎসাধীন।