Jisshu Sengupta-Nilanjana Sengupta

‘খাদান’-এর সাফল্যে মাতোয়ারা যিশু, একের পর এক খোঁচা দিচ্ছেন নীলাঞ্জনা?

‘খাদান’-এর সাফল্য নিয়ে ব্যস্ত যিশু। বেশ লম্বা সময় পর মূল ধারার বাণিজ্যিক ছবিতে এমন সাফল্য পেলেন অভিনেতা। খোঁচা এল নীলাঞ্জনার তরফে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৭:০২
Share:

নীলাঞ্জনা সেনগুপ্তের নতুন ইঙ্গিত! গ্রাফিক-আনন্দবাজার অনলাইন।

যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত একদা টলিপাড়ার চর্চিত দম্পতি। কিন্তু এখন তাঁদের পথ আলাদা। দুই মেয়েকে নিয়ে সংসার করছেন নীলাঞ্জনা। যিশু থাকছেন পুরনো বাড়িতে। অভিনেতার নামে পরকীয়ার অভিযোগ। তা-ও আবার নিজের আপ্ত সহায়কের সঙ্গেই। যদিও আইনি বিচ্ছেদ হয়নি তাঁদের। তবু ছাদ আলাদা। তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সমাজমাধ্যমে নানা ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন নীলাঞ্জনা। কটাক্ষের তির প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যে যিশুর দিকেই এমনটাই মনে করছে টলিপাড়া। এই মুহূর্তে ‘খাদান’-এর সাফল্য নিয়ে ব্যস্ত যিশু। বেশ লম্বা সময় পর মূল ধারার বাণিজ্যিক ছবিতে এমন সাফল্য পেলেন অভিনেতা। বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকে অবশ্য চুপ ছিলেন অভিনেতা। ছবির প্রচারে ব্যক্তিগত জীবন নিয়ে টুঁ শব্দ করেনি তিনি। সম্প্রতি প্রতারণা সংক্রান্ত পোস্ট দেন নীলাঞ্জনা। এ বার ফের কোন মন্তব্য করলেন তিনি?

Advertisement

সেনগুপ্ত পদবি সরিয়ে ফেলার পরে ইনস্টাগ্রামে নীলাঞ্জনা নিজের পরিচয় দেন ‘নিনি চিনি’জ় মাম্মা’ হিসাবে। তার পরই নীলাঞ্জনা একটি পোস্টে লেখেন, ‘‘সম্পর্কে থাকাকালীন সঙ্গীর সঙ্গে প্রতারণা সবচেয়ে অসম্মানজনক কাজ, যা কোনও মানুষ করতে পারে না। যদি তুমি কোনও সম্পর্কে সুখী না থাকো, তা হলে সেটা চুকিয়ে অন্য সম্পর্ক শুরু করো।’’ এর পরই অনেকে কানাঘুষো শুরু করেন তবে কি যিশুকে ঘুরিয়ে কিছু বার্তা দিতে চাইলেন তিনি! কিন্তু এখানেই থেমে যাননি নীলাঞ্জনা। তিনি ফের লেখেন, ‘‘ আমি এটা দেখেছি মানুষ একবার যে কাজটা করেন সেটা বার বার করেন।’’ যদিও এই পোস্টেও কোথাও কারও নাম উল্লেখ করেননি তিনি। কিন্তু, দুইয়ে দুইয়ে চার করছেন অনেকেই।

নীলাঞ্জনার পোস্ট। ছবি: ইনস্টাগ্রাম।

প্রেমের কারণেই নাকি ঘর ছাড়েছেন যিশু এমনটাই কানাঘুষো। কিন্তু অভিনেতার ঘনিষ্ঠদের দাবি, যা রটেছে তা ঘটেনি। মহিলা আপ্তসহায়কের সঙ্গে প্রেম নেই তাঁর। তা হলে সেনগুপ্ত দম্পতির সম্পর্কে এমন ফাঁক এল কী ভাবে, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement