Sanju Samson

আইপিএলে সতীর্থের জন্য আত্মত্যাগ অধিনায়কের, কী করলেন রাজস্থানের নেতা?

আইপিএলে এখন থেকে নিয়মিত উইকেটকিপিং করতে দেখা যাবে না সঞ্জু স্যামসনকে। রাজস্থান রয়্যালসের অধিনায়ক নিজেই জানিয়েছেন, সতীর্থ ধ্রুব জুরেলকে সেই জায়গা ছেড়ে দিচ্ছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৭:০২
Share:

সঞ্জু স্যামসন। — ফাইল চিত্র।

আইপিএলে এখন থেকে নিয়মিত উইকেটকিপিং করতে দেখা যাবে না সঞ্জু স্যামসনকে। রাজস্থান রয়্যালসের অধিনায়ক নিজেই জানিয়েছেন, সতীর্থ ধ্রুব জুরেলকে সেই জায়গা ছেড়ে দিচ্ছেন তিনি। তবে দলের পারফরম্যান্সে যাতে প্রভাব না পড়ে সে দিকেও খেয়াল রাখা হবে।

Advertisement

এবি ডিভিলিয়ার্সের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জু বলেছেন, “এখনও প্রকাশ্যে হয়তো কথাটা বলিনি। তবে আগেও বলেছি, ক্রিকেটারদের পাশে দাঁড়ানোই আমাদের কাজ। ধ্রুব জুরেলের ব্যথাটা আমরা বুঝি। জানি ও টেস্ট দলে উইকেটকিপিং করতে চায়। তবে আইপিএলেও কোনও না কোনও দিন গ্লাভস পরে উইকেটের পিছনে দাঁড়াতে হবে।”

সঞ্জুর সংযোজন, “আমরা আলোচনা করেছি। এ বার উইকেটকিপিংয়ের দায়িত্ব ভাগ করে নেব। ফিল্ডার হিসাবে খুব বেশি ম্যাচে দলকে নেতৃত্ব দিইনি। তবে ওকে সত্যি করেই বলেছিলাম, ‘ধ্রুব, আমি জানি যে তুমি কোথা থেকে উঠে এসেছো এবং নেতা হিসাবে তোমাকে নিয়ে আমি কী ভাবি। তাই তোমারও কয়েকটা ম্যাচে কিপিং করা উচিত’। আপাতত দেখতে চাই বিষয়টা কোন দিকে এগোয়। দলে যাতে কোনও প্রভাব না পড়ে সেটা দেখাই দায়িত্ব। দল সবার আগে।”

Advertisement

জুরেলের উপর বিশ্বাস রেখেছে বলেই রাজস্থান তাঁকে ১৪ কোটি টাকায় রেখে দিয়েছে। ছেড়ে দিতে হয়েছে জস বাটলারকে। এ বছরের শুরুতে ইংল্যান্ড সিরিজ়ে খেলেছিলেন জুরেল। ভাল খেলা সত্ত্বেও টেস্ট দল থেকে বাদ পড়তে হয় তাঁকে। ঋষভ পন্থ ফেরার পর আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement