Deucha Pachami

Deucha Pachami: সিউড়ি গিয়ে আদিবাসীদের সঙ্গে কথা বললেন ডেউচা কমিটির চেয়ারম্যান পরম

পিডিসিএলের গেস্ট হাউসে হিংলো পঞ্চায়েতের উপপ্রধান শিবদাস দাসের সঙ্গে আসা কয়েক জন আদিবাসীর সঙ্গে কথা বলেন পরম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ ২৩:১২
Share:

—নিজস্ব চিত্র।

ডেউচা-পাঁচামির খনি প্রকল্পকে বাস্তবায়িত করার লক্ষ্যে সিউড়িতে গিয়ে আদিবাসীদের সঙ্গে কথা বললেন রাজ্যের ডেউচা-কমিটির চেয়ারম্যান পরমব্রত চট্টোপাধ্যায়। পরমের সঙ্গে আসেন কমিটির আরও দুই সদস্য। পিডিসিএলের গেস্ট হাউসে হিংলো পঞ্চায়েতের উপপ্রধান শিবদাস দাসের সঙ্গে আসা কয়েক জন আদিবাসীর সঙ্গে কথা বলেন তাঁরা। তাঁদের কাছে জানতে চান এলাকার সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান পরম।

Advertisement

পরে পরমব্রত বলেন, ‘‘কয়লা শিল্প নিয়ে কথা হয়েছে।’’ অতীতে একাধিক বার পরমের নেতৃত্বাধীন কমিটির কর্মপন্থা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। ওই প্রসঙ্গে অভিনেতা বলেন ‘‘কেউ কিছু বলতেই পারে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement