ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, দেড় ঘণ্টা বন্ধ থাকল ট্রেন চলাচল

মল্লারপুর-তারাপীঠ রোড রেল স্টেশনের মাঝে এই ঘটনা হয়েছে। প্রায় দেড় ঘণ্টা এই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। শেষ পর্যন্ত তা চালু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১০
Share:

বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ মল্লারপুর-তারাপীঠ রোড রেল স্টেশনের মাঝে তার ছিঁড়ে পড়ে। — নিজস্ব চিত্র।

ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় বিপত্তি। আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ। আটকে পড়েছে ১২০৪১ হাওড়া-নিউজলপাইগুড়ি আপ শতাব্দী এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি ট্রেন। মল্লারপুর-তারাপীঠ রোড রেল স্টেশনের মাঝে এই ঘটনা হয়েছে। প্রায় দেড় ঘণ্টা এই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। শেষ পর্যন্ত তা চালু হয়।

Advertisement

বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ মল্লারপুর-তারাপীঠ রোড রেল স্টেশনের মাঝে তার ছিঁড়ে পড়ে। একের পর এক ট্রেন আটকে পড়ে। খবর পেয়ে রামপুরহাট রেল স্টেশন থেকে ঘটনাস্থলে পৌঁছন রেল কর্মীরা। মেরামতির কাজ শুরু করেন। তার পরেই ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ট্রেন বন্ধ থাকায় বিপাকে পড়েন যাত্রীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement