Vishwa Bharti

ফের বিতর্কে বিশ্বভারতী, ‘উপাচার্য আটকে রেখেছিলেন’, অভিযোগ শিক্ষকদের একাংশের

গত কয়েক মাস ধরেই বিভিন্ন ঘটনায় বিতর্কের কেন্দ্রে রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।

Advertisement

নিজস্ব সংবাদাতা

বোলপুর শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১ ০০:১০
Share:

নিজস্ব চিত্র

প্রায় ৬ ঘণ্টা অধ্যাপক-অধ্যাপিকাদের একাংশকে দফতরে ডেকে আটকে রাখার অভিযোগ উঠল বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে৷ জানা গিয়েছে, উপাচার্যের বিরুদ্ধে সই সংগ্রহ করছিলেন ওই অধ্যাপক-অধ্যাপিকারা। আটকে রাখার জন্য শান্তিনিকেতন থানায় উপাচার্যের বিরুদ্ধে অভিযোগও করেছেন তাঁরা৷ অন্য দিকে, বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সহকর্মীদের আটকে রাখার বিরুদ্ধে শুক্রবার ধর্নায় বসেন দুই অধ্যাপক। এত সব বিতর্কের মধ্যেই বিশ্বভারতীর ইংরেজি বিভাগে উপাচার্য তালা ঝুলিয়ে দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

Advertisement

গত কয়েক মাস ধরেই বিভিন্ন ঘটনায় বিতর্কের কেন্দ্রে রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। আলোচনায় বার বার উঠে এসেছে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম। একাধিক দাবিতে শুক্রবার বিশ্বভারতীতে উপাচার্যের বিরুদ্ধে সই সংগ্রহে নামেন অধ্যাপক-অধ্যাপিকাদের একাংশ৷ এর পরেই দুপুর ১২টায় ওই অধ্যাপক-অধ্যাপিকাদের দফতরে ডেকে পাঠান উপাচার্য। অভিযোগ, সেই থেকে প্রায় ৬ ঘণ্টা তাঁদের আটকে রাখেন৷ সংগৃহীত সইয়ের কাগজ চাইতে থাকেন উপাচার্য৷ সহকর্মীদের আটকে রাখায় শান্তিনিকেতন থানায় অভিযোগ করেন দুই অধ্যাপক।

এ ছাড়া, বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সহকর্মীদের আটকে রাখার প্রতিবাদে ধর্নায়ও বসেন দুই অধ্যাপক। প্রায় ৬ ঘণ্টা পর ওই অধ্যাপক-অধ্যাপিকাদের ছাড়া হয়৷ অভিযোগকারীরা আরও দাবি করেছেন, যাঁরা উপাচার্যের বিরুদ্ধে সই সংগ্রহ করছিলেন, তাঁদের বেশিরভাই ইংরেজি বিভাগে পড়ান। সেই কারণে, বিভাগে তালাও ঝুলিয়ে দেন বিদ্যুৎ চক্রবর্তী।

Advertisement

এ ব্যাপারে উপাচার্যের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement