Rampurhat

Rampurhat Clash: বগটুই-কাণ্ডে আটক ভাদু শেখের শ্যালক-সহ দুই, চলছে জিজ্ঞাসাবাদ

কর্তব্যে গাফিলতির অভিযোগে বৃহস্পতিবার সাসপেন্ড করা হয় রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিক এবং এসডিপিও সায়ন আহমেদকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২২ ১০:১৫
Share:

আটক আরও দুই। ফাইল চিত্র ।

বগটুই-কাণ্ডে নিহত পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের শ্যালক রাজেশ শেখ-সহ আরও এক ব্যক্তিকে আটক করল পুলিশ। আটক দুই ব্যক্তিকেই পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ভাবে জড়িয়ে থাকার অভিযোগে এই দু’জনকে আটক করা হয়েছে।

Advertisement

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহষ্পতিবার গ্রেফতার করা হয় স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি আনারুল হোসেনকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বগটুই পৌঁছে পুলিশকে নির্দেশ দেওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যেই আনারুলকে গ্রেফতার করে পুলিশ। আনারুলের মোবাইলের টাওয়ারের লোকেশনের সূত্র ধরেই তারাপীঠ থেকে তাঁকে গ্রেফতার করা হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আনারুলকে ধরতে তৎপর হয় পুলিশ। পুলিশ আধিকারিকরা আনারুলের বাড়িতে পৌঁছলেও তাঁকে সেখানে পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই আনারুলের মোবাইল সক্রিয় ছিল। আনারুলের ফোনের টাওয়ারের লোকেশন ধরেই তারাপীঠের একটি হোটেলের কাছ থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের পর ব্লক সভাপতির পদ থেকেও অপসারিত করা হয়ে তাঁকে।

Advertisement

কর্তব্যে গাফিলতির অভিযোগে বৃহস্পতিবার সাসপেন্ড করা হয় রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিক এবং এসডিপিও সায়ন আহমেদকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement