টোটোয় থাকছে কিউআর কোড। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
শহরের যান চলাচল ব্যবস্থাকে সুরক্ষিত এবং সুসংগঠিত করতে টোটো নথিভুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে পুরসভার তরফে। আরও এক ধাপ এগিয়ে এ বার শহরে রাস্তায় নামা প্রত্যেকটি টোটোয় কিউআর কোড বসাচ্ছে বীরভূমের সিউড়ি পুরসভা। কর্তৃপক্ষের দাবি, এমন উদ্যোগ রাজ্যে প্রথম। বস্তুত, সিউড়ি শহর থেকে গ্রাম, সর্বত্রই টোটোকেই পুরসভার অধীনে আনার কাজ শুরু হয়েছে। সে জন্য নথিভুক্ত হওয়া প্রতিটি টোটোর জন্য একটি কিউআর কোড প্রদান করা হচ্ছে। মঙ্গলবার জেলাশাসক বিধান রায়ের হাত থেকে কয়েক জন টোটোচালকের কিউআর কোড পেয়েছেন।
সিউড়ি পুরসভার তরফে জানানো হয়েছে, কিউআর কোডগুলি সরাসরি সার্ভারের সঙ্গে সংযুক্ত থাকবে। এর ফলে কিউআর কোড নকল করার কোনও আশঙ্কা থাকছে না। প্রয়োজন হলে পুলিশ এবং প্রশাসন থেকে শুরু করে যাত্রীরা সহজেই কিউআর কোড স্ক্যান করে টোটো এবং টোটোর চালক সম্পর্কে তথ্য জানতে পারবেন। পাশাপাশি চালকের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে সেটাও জানানোরও সুবিধা থাকবে। আরও উল্লেখযোগ্য বিষয় হল, নির্দিষ্ট কোনও টোটো সপ্তাহের কোন কোন দিন রাস্তায় নামবে, সেই তথ্যও ওই কোডের মাধ্যমে জানা যাবে। এতে শহরের যাতায়াত ব্যবস্থা আরও নিরাপদ এবং স্বচ্ছ হবে বলে আশাবাদী পুর কর্তৃপক্ষ।
পুরসভা সূত্রের খবর, একটি বেসরকারি সংস্থাকে টোটোর কিউআর কোড তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। আগামী ২৫ দিনের মধ্যে শহরের সমস্ত নথিভুক্ত টোটোতেই ওই কোড লাগানো হবে।