Protest in Barasat

বারাসত কলেজে ধুন্ধুমার, এসএফআই-তৃণমূল সংঘর্ষ! থামাতে গিয়ে আহত এক পুলিশকর্মী

মঙ্গলবার সকালে মধ্যমগ্রামের চৌমাথা থেকে এসএফআই একটি মিছিল শুরু করে। আরজি কর-কাণ্ডের নির্যাতিতার জন্য বিচারের দাবিতেই মিছিল করেছিল তারা। তবে একই সঙ্গে তাদের দাবি ছিল, দ্রুত ছাত্র সংসদের নির্বাচন করানোর।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৩
Share:

বারাসত কলেজের সামনে এসএফআই এবং তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষ। —নিজস্ব চিত্র।

সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বচসাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বারাসতে। প্রথমে কথা কাটাকাটি, পরে তা গড়ায় হাতাহাতিতে। দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বারাসত সরকারি কলেজ চত্বরের এলাকা। সংঘর্ষ থামাতে এসে এক পুলিশকর্মী আহত হন।

Advertisement

মঙ্গলবার সকালে মধ্যমগ্রামের চৌমাথা থেকে এসএফআই একটি মিছিল শুরু করে। আরজি কর-কাণ্ডের নির্যাতিতার জন্য বিচারের দাবিতেই মিছিল করেছিল তারা। তবে একই সঙ্গে তাদের দাবি ছিল, দ্রুত ছাত্র সংসদের নির্বাচন করানোর। মিছিল শুরু হয়ে মধ্যগ্রামের বিবেকানন্দ কলেজের কাছে পৌঁছতেই উত্তেজনার সৃষ্টি হয়। নির্বাচনের দাবিতে কলেজের গেটের বাইরে বিক্ষোভ দেখান এসএফআই সমর্থকেরা। সে সময় কলেজের ভিতর থেকে তৃণমূল ছাত্র পরিষদের একদল সদস্য বিক্ষোভকারীদের উদ্দেশে দলীয় পতাকা দেখায়। তবে সেখানে কোনও ঝামেলা না-হলেও বারাসত কলেজের সামনে মিছিল পৌঁছতেই পরিস্থিতি অন্য রকম হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এসএফআইয়ের মিছিল যশোর রোড ধরে বারাসত কলেজের সামনে পৌঁছতেই উল্টো দিক থেকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যেরা স্লোগান দিতে শুরু করেন। দু’পক্ষ মুখোমুখি হতেই বচসা বাধে। কথা কাটাকাটি থেকে হাতাহাতিতে গড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে সংঘর্ষের মাঝে পড়ে এক পুলিশকর্মীর মুখ ফেটে যায়। এক জন এসএফআই কর্মীও আহত হয়েছেন বলে অভিযোগ। পরে এই ঘটনার প্রতিবাদে বারাসতের আয়কর মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন এসএফআই সমর্থকেরা। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ঘটনাপ্রসঙ্গে বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া জানান, ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। কলেজ কর্তৃপক্ষের বক্তব্যও চাওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement