চণ্ডীপুর পালপাড়া প্রাথমিক স্কুলের ছাত্রকে মারধরের অভিযোগে গ্রেফতার হলেন শিক্ষক। —নিজস্ব চিত্র।
শিক্ষকের বেদম মারে অসুস্থ হয়ে পড়েছেন ছাত্র। এই অভিযোগে ওই শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। বুধবার বীরভূমের তারাপীঠ থানা এলাকার ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, তারাপীঠের চণ্ডীপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এক দ্বিতীয় শ্রেণির ছাত্রকে ‘শাসন’ করেছিলেন শিক্ষক। খুদে ওই ছাত্রের নাম শৌভিক মণ্ডল। মঙ্গলবার স্কুলের এক মাস্টারমশাই তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন বলে ছাত্রের পরিবারের অভিযোগ। পরিবার সূত্রে খবর, শিক্ষকের মারে প্রচণ্ড অসুস্থ শৌভিক। তাকে রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। এখনও চিকিৎসাধীন সে।
এর পরই ছাত্রকে মারধরের অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে তারাপীঠ থানায় গিয়ে অভিযোগ করে পুলিশ। চণ্ডীপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষকের নাম সুমিত কুমার দত্ত। পুলিশ সূত্রে খবর, তাঁর বাড়ি বীরভূমের রামপুরহাটের হাটতলা পাড়ায়। অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে মঙ্গলবার রাতে রামপুরহাটের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাঁকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। আহত ছাত্রের পরিবারের দাবি, শাস্তি হোক ওই শিক্ষকের।