Donald Trump

কৃত্রিম বুদ্ধিমত্তায় হোয়াইট হাউসকে দিশা দেখাবেন শ্রীরাম! ট্রাম্পের পছন্দ এই ভারতীয় বংশোদ্ভূতকেই

জানুয়ারিতে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করছেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে নতুন প্রশাসনে কে কোন দায়িত্বে থাকবেন, তা বাছাই করতে শুরু করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১০:৫৩
Share:

(বাঁ দিকে) শ্রীরাম কৃষ্ণণ এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

আমেরিকার নতুন প্রশাসনে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে পরামর্শদাতা হিসাবে দেখা যাবে পারে ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণনকে। কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বিষয়ে হোয়াইট হাউসের নীতি নির্ধারণে সিনিয়র অ্যাডভাইজ়র হিসাবে তিনি প্রথম পছন্দ হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শ্রীরামের জন্ম চেন্নাইয়ে। মাইক্রোসফ্‌ট, এক্স (সাবেক টুইটার), ইয়াহু, ফেসবুক-সহ আমেরিকার প্রথম সারির বেশ কিছু সংস্থায় অতীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। এ বার বিজ্ঞান এবং প্রযুক্তিতে ট্রাম্পের পরামর্শদাতা মণ্ডলীর অন্যতম সদস্য হিসাবে নতুন দায়িত্বে দেখা যেতে পারে তাঁকে।

Advertisement

ট্রাম্পের মালিকানাধীন সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে শ্রীরামের বিষয়ে নিজেই জানিয়েছেন আমেরিকার হবু প্রেসিডেন্ট। ট্রাম্প ওই পোস্টে জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তায় আমেরিকার নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে এই ভারতীয় বংশোদ্ভূতকে। হবু প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন শ্রীরামও। হোয়াইট হাউসে ট্রাম্পের প্রশাসনে ডেভিড স্যাক্‌সের সঙ্গে কাজ করবেন তিনি। স্যাক্‌সকেও আমেরিকার কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্রিপ্টোকারেন্সি নীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছেন হবু প্রেসিডেন্ট।

যদিও এই নামগুলি ট্রাম্পের প্রাথমিক বাছাই। আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। সেই সময়েই নতুন প্রশাসনে কোন জায়গায় কে দায়িত্বে এলেন, তা স্পষ্ট হবে। তবে নির্বাচনে জয়ের পর থেকেই নিজের নতুন প্রশাসনে কে কোন দায়িত্বে থাকবেন, তা বাছাই করতে শুরু করেছেন ট্রাম্প। শুরু করেছেন ঘর গোছাতে। ইতিমধ্যে বিভিন্ন পদের জন্য পছন্দের নামও প্রস্তাব করে ফেলেছেন তিনি।

Advertisement

এ বারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের হয় প্রচার করতে দেখা গিয়েছে এক্স কর্ণধার ইলন মাস্ককে। ট্রাম্পের দ্বিতীয় জমানায় তাঁকেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। সম্প্রতি ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপের সময়ে হবু প্রেসিডেন্টের বাড়িতে ছিলেন মাস্ক। তিনিও কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে। ঘটনাচক্রে, শ্রীরামের সঙ্গেও এক্স কর্তার বেশ ঘনিষ্ঠতা রয়েছে বলে শোনা যায়। ২০২২ সালে মাস্ক এক্স (সাবেক টুইটার) কিনে নেওয়ার পর সেটিকে নতুন করে সাজাতে শ্রীরামের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement