Death

Dead Body: একই দড়িতে তরুণ ও কিশোরীর ঝুলন্ত দেহ মিলল দুবরাজপুরে, মৃত্যু ঘিরে রহস্য

মৃতদের নাম অবিনাশ বাউড়ি এবং নন্দিতা বাউড়ি। নন্দিতার এ বছর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। অবিনাশ পেশায় শ্রমিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০২২ ১৮:১৮
Share:

যুগলের মৃতদেহ উদ্ধার। প্রতীকী চিত্র।

নির্জন এলাকায় মিলল যুগলের ঝুলন্ত দেহ। এই ঘটনা বীরভূমের দুবরাজপুর থানার লোবা গ্রাম পঞ্চায়েতের ঝিরুল গ্রামের। রবিবার ওই এলাকায় যুগলের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম অবিনাশ বাউড়ি এবং নন্দিতা বাউড়ি। নন্দিতার এ বছর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। অবিনাশ পেশায় শ্রমিক। রবিবার ঝিরুল গ্রামের একটি ইটভাটায় একই দড়িতে যুগলের দেহ ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ দেহ দুটি ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের একাংশের সূত্রে জানা গিয়েছে, অবিনাশ এবং নন্দিতার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তার জেরেই দুজনে আত্মহত্যা করেছে বলে অনুমান করা হচ্ছে। যদিও দুই পরিবারই প্রেমের তত্ত্ব খারিজ করে দিয়েছে। দুজনের মৃত্যুর পিছনে কী কারণ তা পুলিশ খতিয়ে দেখছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement