BJP

BJP mandal list: তৃণমূলকর্মীর নাম বিজেপির সি মণ্ডলের তালিকায়, বিতর্ক বীরভূমে

বীরভূমের নানুরে ঘটনাটি ঘটেছে। বিধানসভা ভোটের আগে বিজেপি করতেন মনোজ লোহার এবং দেবাশিস গড়াই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ২৩:৪৪
Share:

মনোজ লোহার এবং দেবাশিস গড়াই। নিজস্ব চিত্র

গত বিধানসভা নির্বাচনের আগে তাঁরা বিজেপিই করতেন। কিন্তু নির্বাচনের পরেই তাঁরা যোগ দেন শাসকদলে। সেই দুই নেতার নাম প্রকাশিত হল বিজেপির সি মণ্ডলের তালিকায়। তালিকায় শুধু নাম প্রকাশই নয়, সি মণ্ডলের সহ-সভাপতি এবং সম্পাদকের পদও দেওয়া হল তাঁদের। এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল।

Advertisement

বীরভূমের নানুরে ঘটনাটি ঘটেছে। বিধানসভা ভোটের আগে বিজেপি করতেন মনোজ লোহার এবং দেবাশিস গড়াই। সেই সময় দলের নানুর সি মণ্ডলের সহ-সভাপতি ছিল মনোজ এবং দেবাশিস ছিলেন ওই সি মণ্ডলের সম্পাদক। কিন্তু ভোট মিটতেই এই দুই নেতা যোগ দেন তৃণমূলে। বর্তমানে শাসকদলের জলুন্দি অঞ্চলের শ্রমিক সংগঠনের সহ-সভাপতি মনোজ। আর দেবাশিস জলুন্দির গ্রাম্য কমিটির সদস্য।

সম্প্রতি নানুর ব্লকে বিজেপির সি মণ্ডলের পদাধিকারীদের তালিকা প্রকাশিত। সেই তালিকায় আবার সহ-সভাপতি এবং সম্পাদকের জায়গায় দেখা গেল মনোজ আর দেবাশিসের নাম। এ নিয়ে বিতর্ক তৈরি হতেই বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘‘কেন এমন ভুল হয়েছে, আমরা নিশ্চই খতিয়ে দেখব। শাসক দল ভয় দেখিয়ে এই কাজ করাচ্ছে কি না, সেটাও আমাদের দেখতে হবে।’’

Advertisement

বিজেপিকে কটাক্ষ করে নানুরের তৃণমূল নেতা কেরিম খান বলেন, ‘‘বিজেপির লোক জন নেই। সেই কারণেই এই সব কাজ করছে। বিজেপির সংঘঠন বলে কিছুই নেই।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement