—প্রতীকী ছবি।
পুরষাঙ্গ ধীরে ধীরে বদলে যাচ্ছে শক্ত হাড়ে। ৬০ বছরের এক প্রৌঢ়ের এক্স-রে রিপোর্ট দেখে চমকে উঠলেন চিকিৎসক। হাঁটুর আঘাতের চিকিৎসা করাতে চিকিৎসকের কাছে এসেছিলেন আমেরিকার বাসিন্দা ওই ব্যক্তি। সে সময় তাঁর শরীরে এক্স-রে করাতেই জানা যায় এক বিরল রোগে ভুগছেন প্রৌঢ়। নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে জর্জ এরিকসন (নাম পরিবর্তিত) নামের ওই ব্যক্তির লিঙ্গ হাড়ে পরিণত হয়ে চলেছে। এই রোগটির নাম পেনাইল অসিফিকেশন। সারা বিশ্বে মাত্র ৪০ জনই এই বিরলতম রোগে আক্রান্ত। জর্জের রিপোর্ট দেখে অবাক হয়েছেন তাঁর চিকিৎসকও। চিকিৎসকের কাছে জর্জ জানিয়েছিলেন তাঁর যৌনাঙ্গে মাঝেমাঝেই ব্যথা হয়।
যদিও প্রাথমিক পরীক্ষায় কোনও ফোলা, অস্বাভাবিক ভাব লক্ষ করেননি চিকিৎসক। এক্স-রেতে জর্জের লিঙ্গের ভিতরে ফলকের মতো একটি লম্বা শক্ত পদার্থের উপস্থিতি লক্ষ করেন তাঁর চিকিৎসক। এই অবস্থাকেই পেনাইল ওসিফিকেশন বলা হয়ে থাকে। এই অসঙ্গতি ঘটে যখন ক্যালশিয়াম লিঙ্গের নরম টিস্যুতে জমা হয়। সেখানে হাড়ের মতো একটি গঠন তৈরি করে। এই বিরল রোগ ধরা পড়ার পর চিকিৎসা করাতে অস্বীকার করেন জর্জ। বাকি পরীক্ষা ও চিকিৎসা অসমাপ্ত রেখেই তিনি চলে যান। কেন তিনি এই ভাবে চলে যান তার কোনও কারণ স্পষ্ট ভাবে জানা যায়নি। এই রোগের চিকিৎসা সাধারণত ওষুধ, ইনজেকশনের মাধ্যমে প্রতিকার করা হয়। শকওয়েভ থেরাপির মাধ্যমেও এই জমাট বাঁধা ক্যালশিয়ামকে ভেঙে ফেলা সম্ভব বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।